সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে আনসোল্ড, সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালেও রান পাননি। আদৌ কি ফর্মে ফিরতে পারবেন পৃথ্বী শ? মুম্বই ক্রিকেট দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার মনে করেন, পৃথ্বীকে নিজের প্রতিভা বুঝতে হবে। নিজের কাজের প্রতি সৎ হতে হবে। কেউ তাঁকে শিশুর মতো কোলে করে ছন্দে ফেরাতে পারবে না।
মুস্তাক আলি ট্রফির ফাইনালে মধ্যপ্রদেশকে ৫ উইকেটে হারিয়েছে শ্রেয়সের মুম্বই। সেখানে পৃথ্বী শর কাছে সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার। কিন্তু ৬ বলে মাত্র ১০ রান করে ফিরে গিয়েছেন। মুম্বই মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি চর্চায় ছিল পৃথ্বী শর ফর্ম। আইপিএলে কোনও দল পাননি। মাঝে মুম্বইয়ের রনজি দল থেকেও বাদ পড়েছিলেন।
পৃথ্বীকে নিয়ে শ্রেয়স আইয়ারের বক্তব্য, “ব্যক্তিগতভাবে আমি মনে করি, ওর প্রতিভা ঈশ্বরপ্রদত্ত। সত্যি কথা বলতে, ওর মতো প্রতিভা খুব কম ক্রিকেটারের মধ্যে আছে। কিন্তু পৃথ্বীকে নিজের কাজের প্রতি সৎ হতে হবে। একথা আমি আগেও বহুবার বলেছি। আর যদি সেটা করতে পারে, তাহলে পৃথ্বী অন্য উচ্চতায় উঠতে পারবে। কিন্তু ওকে তো আমরা জোর করতে পারি না। ও যথেষ্ট ক্রিকেট খেলেছে। পৃথ্বীকে নিজেই নিজের উন্নতি করতে হবে। আমরা ওকে কোলে করে বড় করতে পারব না।”
ঘটনাচক্রে শ্রেয়সকেও ‘অবাধ্যতার’ জন্য শাস্তি পেতে হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে না খেলার জন্য বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়েছিলেন। সেখান থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে প্রত্যাবর্তন হয়েছিল। কিন্তু এখনও তাঁর জায়গা পাকাপাকি নয়। যদিও আইপিএলে শ্রেয়সকে ২৬.৭৫ কোটি টাকায় কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। এবার দেখার এককালের ‘অবাধ্য’ শ্রেয়সের পরামর্শ পৃথ্বী শোনেন কিনা?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.