Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli: ‘ঈশ্বর ওঁর সঙ্গে ছিলেন!’ বিরাটের এমসিজি-র কীর্তিতে এখনও মজে শোয়েব, কী বললেন?

আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর কাটিয়ে দিলেন 'কিং কোহলি'।

Shoaib Akhtar recalls Virat Kohlis MCG miracle on his 15 year anniversary। Sangbad Pratidin

পাক বধ করে এভাবেই সেলিব্রেশন করেছিলেন বিরাট কোহলি। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 18, 2023 6:49 pm
  • Updated:August 18, 2023 6:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় হেরে যাওয়া ম্যাচ তিনি একক দক্ষতায় টিম ইন্ডিয়াকে (Team India) জিতিয়েছিলেন। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেটে এনে দিয়েছিলেন রুদ্ধশ্বাস জয়। ২০২২ সালের ২৩ অক্টোবর। স্থান অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়াম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) সেই হাইভোল্টেজ ম্যাচে, তফাত গড়ে দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ১৮ আগস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর কাটিয়ে দিলেন ‘কিং কোহলি’ (King Kohli)। এমন বিশেষ দিনে ভারতীয় দলের মহাতারকার সেই মহাকাব্যিক ইনিংস নিয়ে বড় মন্তব্য করে দিলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। তাঁর মতে, সেই রাতে ঈশ্বর বিরাটের সঙ্গে ছিলেন।

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, “সেই ম্যাচের সবটাই বিরাটকে জুড়ে। নিজের কেরিয়ারে বিরাট অনেক ম্যাচ উইনিং ইনিংস খেলেছে। সব ঠিক থাকলে ভবিষ্যতেও বিরাটের ব্যাট থেকে আমরা অনেক ম্যাচ জেতানো ইনিংস দেখব। তবে সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই রাতের ইনিংস ছিল স্পেশাল। আশাকরি বিরাট নিজেও সেই ইনিংসকে সবার উপরে রাখবে। আসলে সেই রাতে ঈশ্বর বিরাটের সঙ্গে ছিলেন। তিনিও চেয়েছিলেন বিরাট যেন ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে।”

Advertisement

[আরও পড়ুন: এবি ডিভিলিয়ার্সের মতে চার সেমিফাইনালিস্ট কারা? নাম জানলে চমকে উঠবেন]

‘মাদার অফ অল ব্যাটল’-এর সেই বাইশ গজের যুদ্ধে চাপের মুখেও ৫৩ বলে ৮২ রানে অপরাজিত ছিলেন বিরাট। তাঁর ইনিংস ৬টি চার ও ৪টি ছক্কা দিয়ে সাজানো ছিল। চাপের মুখে চুপসে না গিয়ে শাহিন শাহ আফ্রিদি-হ্যারিস রাউফদের বুঝে নিয়েছিলেন ‘কিং কোহলি’। আর তাই সেই মারকুটে ইনিংসে এখনও মজে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার।

সেই সময় বিরাট নিজের চেনা ফর্মের ধারেকাছে ছিলেন না। তবে কাপ যুদ্ধে বিরাট দাপটের সঙ্গে পাক বোলিংকে বধ করেন। শোয়েব ফের যোগ করেছেন, “সেই সময় বিরাটের পক্ষে ছিল না। ব্যাটে রান নেই। স্বভাবতই ওঁর ব্যাটিং নিয়ে মিডিয়া ট্রায়াল চলছিল। তবে বড় নায়করা তো আসল মঞ্চেই জ্বলে ওঠেন। বিরাট সেই ভূমিকা পালন করে ফের একবার ‘কিং কোহলি’-র তকমা ছিনিয়ে নিয়েছিলেন।”

সামনেই এশিয়া কাপ। এরপর ৫০ ওভারের বিশ্বকাপের মঞ্চে ফের একবার ভারত-পাক ডুয়েল দেখা যাবে। বিরাট কি ফের একবার বাইশ গজের যুদ্ধ রাঙিয়ে দিতে পারবেন?

[আরও পড়ুন: অসম্ভবকে সম্ভব করার ১৫ বছর, অনুপ্রেরণার আরেক নাম বিরাট কোহলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement