Advertisement
Advertisement

Breaking News

Shoaib Akhtar

৪৮ বছর বয়সে বাবা হলেন শোয়েব, মেয়ের কী নাম রাখলেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’?

বাবা হিসেবে শোয়েবের দায়িত্ব আরও বাড়ল।

Shoaib Akhtar becomes father 3rd time at the age of 48, married a girl 20 years younger to him

শোয়েব আখতার।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 2, 2024 11:41 am
  • Updated:March 2, 2024 11:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার খবরের শিরোনামে শোয়েব আখতার (Shoaib Akhtar)। তবে এবার বাইশ গজের যুদ্ধে পারফরম্যান্স কিংবা কোনও বিতর্ক ঘটানোর জন্য নয়। আসলে তৃতীয়বার বাবা হয়েছেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন জোরে বোলার। তাও আবার ৪৮ বছর বয়সে। তাঁর স্ত্রী রুবাব খান (Rubab Khan) এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ১ মার্চ শোয়েবের ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে। এই দম্পতির আগেই দুই ছেলে রয়েছে। মহম্মদ মিকাইল আলি ও মহম্মদ মুজাদ্দাদ আলি ২০১৬ ও ২০১৯ সালে জন্মগ্রহণ করে। নিজের ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন শোয়েব। তিনি সকলকে ধন্যবাদ জানান এবং তাঁর নবজাতক কন্যার জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেছেন।

ক্রিকেট ইতিহাসের দ্রুততম বলের রেকর্ডধারী শোয়েব ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এবার থেকে মিকাইল ও মুজাদ্দা ওদের ছোট বোনের সঙ্গে খেলবে। ওদের এক বোন এসেছে। ঈশ্বরের কৃপায় আমাদের সংসারে কন্যা সন্তান এসেছে। আমরা কন্যা নূর আলি আখতারকে স্বাগত জানাই। আপনাদের সকলের প্রার্থনার জন্য আমি কৃতজ্ঞ।’

Advertisement

[আরও পড়ুন: সাংসদ পদে ইস্তফা! বিজেপি ছাড়ছেন গম্ভীর? প্রাক্তন ক্রিকেটারের পোস্টে জল্পনা]

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shoaib Akhtar (@imshoaibakhtar)

২০১৪ সালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেন শোয়েব ও রুবাব। তখন শোয়েবের বয়স ছিল ৩৮ বছর এবং রুবাবের বয়স ২০ বছর। প্রাক্তন পাক জোরে বোলারের বাবা-মা এই বিয়ের আয়োজন করেছিলেন। ২০১৬ সালের নভেম্বরে তাদের প্রথম সন্তান মিকাইলের জন্ম হয়। তিন বছর পর ২০১৯ সালের জুলাই মাসে মুজাদ্দাদ তাঁদের সংসারে আসে। এবার কন্যা নূরকে কোলে তুলে নিলেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।’

১৯৯৭ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয় শোয়েবের। ২০১১ বিশ্বকাপে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। পাক দলের জার্সি গায়ে চাপিয়ে তিন ফরম্যাটেই খেলেছিলেন প্রাক্তন পেসার। ৪৬টি টেস্ট ম্যাচে নিয়েছিলেন ১৭৮টি উইকেট। ১৬৩টি ওয়ানডে ম্যাচে তাঁর ঝুলিতে এসেছিল ২৪৭টি উইকেট। এবং দেশের হয়ে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে ১৯টি উইকেট নিয়েছিলেন শোয়েব।

[আরও পড়ুন: জাতীয় দলে খেলতে নারাজ, রাহুল-রোহিতের প্রস্তাব ফেরালেন ‘অবাধ্য’ ঈশান!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement