Advertisement
Advertisement

‘অনিল কাপুরের নায়ক সিনেমার মতো…’, বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে শাকিবের বলিউডি দাওয়াই

সঠিক পরিচালনা নেই বাংলাদেশ ক্রিকেটে, মত শাকিবের।

Shakib Al Hassan mentions Bollywood film Nayak regarding development of Bangladesh cricket | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:January 5, 2023 4:54 pm
  • Updated:January 5, 2023 6:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করতে কী কী পদক্ষেপ করা দরকার? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলিউড সিনেমার উদাহরণ টেনে আনলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hassan)। সেদেশের ফ্র্যাঞ্চাইজি লিগের দুরাবস্থা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। প্রসঙ্গত, সঠিক পরিচালনা ও পরিকাঠামোর অভাবে কার্যত ধুঁকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। অন্যান্য দেশের টুর্নামেন্টের জনপ্রিয়তার ধারে কাছেও নেই বিপিএল। তাই বলিউডি সিনেমার নায়কের ধাঁচে দেশের ক্রিকেটের উন্নতির কথা বলেছেন টাইগার অধিনায়ক।

অনিল কাপুর অভিনীত নায়ক সিনেমটির মূল চরিত্র ছিল এক সাংবাদিক। ঘটনাচক্রে একদিনের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। ক্ষমতায় এসেই রাজ্যজুড়ে সমস্ত অন্যায়, দুর্নীতি বন্ধ করে দিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী। সমাজের উন্নতির জন্য কিছু করার সদিচ্ছা থাকলে একদিনের মধ্যেই তা করা যায়, এটাই ছিল নায়ক সিনেমার মূল মন্ত্র। বাংলাদেশ ক্রিকেটের (Bangladesh Cricket) জন্যও একই নিদান দরকার বলে মনে করেন শাকিব। একটি সাক্ষাৎকারে সেই কথাই বলেছেন নাইট রাইডার্স তারকা।

Advertisement

[আরও পড়ুন: সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে এবার সোচ্চার হোক রোনাল্ডো, দাবি অ্যামনেস্টির]

আইপিএল জয়ী কেকেআরের সদস্য শাকিব বলেছেন, “যদি আমাকে বিপিএলের সিইও পদে বসিয়ে দেওয়া হয়, তাহলে আমার কি একমাস-দু’মাস সময় লাগবে? তাহলে সকলকে বলিউডের নায়ক সিনেমাটির কথা মনে করিয়ে দিতে চাই। কারোওর যদি উন্নতি করার মানসিকতা থাকে, তাহলে একদিনের মধ্যেই তা করতে পারে। আমি দায়িত্ব পেলে ঠিক সময়মতো খেলোয়াড়দের নিলাম করতাম। আন্তর্জাতিক ক্রীড়াসূচির ফাঁকা সময়ে বিপিএল আয়োজন করতাম। সমস্ত ম্যাচের সম্প্রচার করা হত।”

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের চেয়েও বেহাল দশা বিপিএলের, এমনটাই মনে করছেন শাকিব। সাক্ষাৎকারে তিনি বলেছেন, “যদি ভাল কিছু করার সদিচ্ছা থাকে, তাহলে তো বাধা দেওয়ার মতো কিছু থাকে না। ক্রিকেটারদের নিলাম বা অংশগ্রহণকারী দলের নাম ঘোষণা-সমস্ত কিছুই নির্দিষ্ট সময় মেনে করা হত। খেলা চলাকালীন ডিআরএসের মতো প্রযুক্তির ব্যবস্থা করতাম। অন্য দেশের প্রিমিয়ার লিগগুলিতে ভাল খেললে জাতীয় দলে সুযোগ পায়। কিন্তু আমাদের দেশে তা হয় না। এটা সত্যিই খুব দুঃখজনক।”

[আরও পড়ুন: জাদেজার মতোই চোট পন্থের, কতদিন মাঠের বাইরে উইকেটকিপার?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement