সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবার আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি পেয়েছেন। হয়েছিল নির্বাসনও। কিন্তু তাতেও শোধরাননি বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। ফের খেলা চলাকালীন আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডারের বিরুদ্ধে। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচে কাণ্ডটি ঘটিয়েছেন শাকিব (Shakib Al Hassan)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (Bangladesh Premier League) ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যে খেলা চলাকালীন ঘটনাটি ঘটেছে। বরিশালের ইনিংসের ১৬তম ওভারে ব্যাট করছিলেন শাকিব। সিলেটের রেজাউর রহমান রাজার বল শাকিবের মাথার উপর দিয়ে চলে যায়। খালি চোখে দেখেই বোঝা হচ্ছিল সেটি মাথার উপর দিয়ে গিয়েছে। সেই হিসাবে সেটি ওয়াইড বল হওয়ার কথা। কিন্তু আম্পায়ার ওয়াইড বল দেননি। তিনি শুধু ওই বলটিকে ওভারের প্রথম বাউন্সার বলে বোলারকে সতর্ক করে দেন।
তাতেই বেজায় চটে যান শাকিব। তিনি প্রথমে ক্রিজে দাঁড়িয়েই চিৎকার করেন। তারপর ধীরে ধীরে ব্যাট উঁচিয়ে এগিয়ে যান আম্পয়ারের দিকে। প্রথমে কিছুটা দূর থেকেই কথা বলছিলেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। কিন্তু কয়েক মুহূর্তে আরও রেগে যান তিনি। শাকিব আম্পায়ারদের সঙ্গে বিতণ্ডায় জড়ান। একেবারে আম্পায়ারের সামনে গিয়ে কার্যত ঝগড়া জুড়ে দেন। আম্পায়ার তাঁকে বোঝানোর চেষ্টা করলেও শাকিব শুনতে রাজি হননি। পরিস্থিতি সামলাতে ছুটে আসেন অপর আম্পায়ার। সিলেটের ক্রিকেটারদেরও দেখা যায় শাকিবকে ঠান্ডা করার চেষ্টা করতে। কিছুক্ষণ বাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই প্রথম নয়, এর আগেও খেলার মাঠে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল শাকিবের বিরুদ্ধে। ২০২১ সালে একবার ঢাকা প্রিমিয়ার লিগে (Dhaka Premier Legue ) খেলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে রাগে ক্ষোভে উইকেটে লাথি মেরে ভেঙে দেন তিনি। হাতে করে স্টাম্প তুলে ফেলে দেন। সেবারে চারম্যাচের জন্য নির্বাসিত হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.