সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ক্রিকেট জীবন অন্তিম লগ্নে। ২০২৫ সালে অবসর নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। তার আগে এবার রাজনীতির আঙিনায় প্রবেশ করতে চলেছেন তিনি। ২০২৪ সালের ৭ জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। দেশের পশ্চিমাঞ্চলের জেলা মাগুরা-১ আসনে শাসকদল আওয়ামি লিগের প্রার্থী হয়েছেন শাকিব। প্রার্থী হিসেবে নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির কথা জানিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার। আর তাতেই জানা গিয়েছে শাকিবের আয়, ঋণ, স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ।
শাকিব জানিয়েছেন, তাঁর বার্ষিক গড় আয় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৫৫ লক্ষ টাকা। হলফনামায় শাকিব জানিয়েছেন, তিনি পেশায় একজন ক্রিকেটার। বিবিএ পাশ তিনি।
[আরও পড়ুন: প্রথম বার আইপিএলের নিলাম সঞ্চালনায় এই মহিলা, জানেন কে ইনি?]
ক্রিকেট থেকে তাঁর আয় বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৩২ লক্ষ টাকা। বাকি ২২ লক্ষ ৯৬ হাজার টাকা শাকিব আয় করেন ব্যাঙ্কে থাকা স্থায়ী আমানতের সুদ হিসেবে।
অস্থাবর সম্পদ হিসেবে ১১ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যাঙ্কে রয়েছে শাকিবের। ২৫ ভরি সোনা রয়েছে তাঁর। শেয়ার বাজারে শাকিবের বিনিয়োগ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ কোটি ৬৩ লক্ষ টাকা। ১৩ লক্ষ টাকার আসবাব ও ইলেকট্রনিক্স সামগ্রী রয়েছে তাঁর। শাকিবের ব্যাঙ্ক ঋণ ৩১ কোটি ৯৮ লক্ষ টাকা। ইস্টার্ন ব্যাঙ্কে তাঁর ঋণ ১ কোটি ৫০ লক্ষ টাকা।
উল্লেখ্য, বিশ্বকাপে শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইমড আউট করে বিতর্কে জড়িয়েছিলেন শাকিব। সেই শাকিব এবার দেশের নির্বাচনে।
[আরও পড়ুন: প্রেম করেন…, ডেট করেছেন কখনও? ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন সিন্ধু]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.