ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুনের মামলায় অভিযুক্ত আরভ খান। অথচ দুবাইয়ে তারই গয়নার দোকানের উদ্বোধনে হাজির শাকিব আল হাসান। দোকানের মালিকের আসল পরিচয় জানার পরও নাকি উদ্বোধনে যেতে রাজি হন বাংলাদেশি অলরাউন্ডার! আর সেই কারণেই এবার পুলিশি জেরার মুখে পড়তে পারেন তিনি।
বাংলাদেশ ক্রিকেটে বিতর্ক আর শাকিব (Shakib Al Hasan) যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। মাঠে তো বটেই, মাঠের বাইরেও বারবার বিতর্কে জড়ান তিনি। এবার রীতিমতো আইনি বিপাকে পড়তে পারেন তিনি। দুবাইয়ে গয়নার দোকানের মালিক খুনে অভিযুক্ত আরভ খান। এখনও পুলিশের জালে যে ধরা পড়েনি। তারই দোকানের উদ্বোধন করতে গিয়ে সমস্যায় পড়েন শাকিব। বাংলাদেশি তারকাকে দেখতে উপচে পড়েছিল ভিড়। অনুরাগীদের চাপে একেবারে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্যে তাঁরই কলার ধরে টানছেন অনেকে। কোনও মতে সেখান থেকে টেনে বার করে নিয়ে যাওয়া হয় শাকিবকে। কোনও নিরাপত্তারক্ষীকেও সেখানে দেখা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অ্যাডিশানাল কমিশনর (ডিটেক্টিভ) হারুন ওর রশিদ জানিয়েছেন, চার বছর আগে বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা আরভ খানের বিরুদ্ধে স্পেশ্যাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মামুন এমরান খানকে খুনের অভিযোগ ওঠে। আরবের আসল নাম রবিউল ইসলাম। হারুনের দাবি, শাকিব ছাড়াও উদ্বোধনে উপস্থিত ছিলেন পরিচালক দেবাশিস বিশ্বাস, অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি-সহ অনেকে।
“আরভের বিরুদ্ধে খুনে অভিযোগের কথা এঁদের আগেই জানানো হয়েছিল। তা সত্ত্বেও কেন তাঁরা দুবাই গেলেন, জানা নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক। শাকিবকে জানানো সত্ত্বেও ওই দোকানের উদ্বোধন করলেন। তদন্তের অঙ্গ হিসাবে শাকিবকে প্রশ্ন করা হতে পারে।” বলেন হারুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.