Advertisement
Advertisement

Breaking News

Shahrukh Khan

মহিলাদের আইপিএল উদ্বোধনী মঞ্চে চমক শাহরুখ, সঙ্গে একঝাঁক বলি তারকা

শুক্রবার শুরু হচ্ছে মহিলাদের আইপিএল।

Shahrukh Khan will perform in the opening ceremony of WPL | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 22, 2024 11:47 am
  • Updated:February 22, 2024 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের আইপিএলের (Women’s Premier League) উদ্বোধনে চাঁদের হাট। জানা গিয়েছে, অনুষ্ঠানে পারফর্ম করবেন শাহরুখ খান (Shahrukh Khan)। বলিউড বাদশা একা নন, মঞ্চ মাতাবেন একঝাঁক অভিনেতা। শুক্রবার শুরু হচ্ছে মহিলাদের আইপিএল।

গত বছর থেকে শুরু হয়েছে মহিলাদের আইপিএল। সেবার ফাইনালে মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালস। প্রথমবারের মহিলাদের আইপিএল জিতে নেয় হরমনপ্রীত কৌরের মুম্বই। জানা গিয়েছে, গতবারের ফাইনালিস্ট দুই দলই এবারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ।

Advertisement

[আরও পড়ুন: কেমন দেখতে হল বিরাট-অনুষ্কার পুত্র? অকায়ের মিষ্টি ছবি ভাইরাল! দেখেছেন?]

সেই ম্যাচের আগেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে আইপিএল কর্তৃপক্ষ। অনুষ্ঠানের দুদিন আগেই জানা যায়, মঞ্চ মাতাবেন কিং খান। শাহরুখ ছাড়াও পারফর্ম করতে দেখা যাবে শাহিদ কাপুর (Shahid Kapoor), টাইগার শ্রফকে। অনুষ্ঠানে থাকবেন বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রাও। তবে বলিউডের কোনও নায়িকাকে সম্ভবত দেখা যাবে না উদ্বোধনী অনুষ্ঠানে।

উল্লেখ্য, গতবারের মহিলা আইপিএলের উদ্বোধন হয়েছিল দুই বলি কন্যার হাত ধরেই। মঞ্চ মাতিয়েছিলেন অভিনেত্রী কিয়ারা আডবাণি ও কৃতী শ্যানন। তবে এবারের পারফর্মারদের তালিকায় কেন মহিলা মুখ নেই, সেই নিয়ে উঠছে প্রশ্ন। তবে নিজের পারফরম্যান্স দিয়ে যাবতীয় প্রশ্ন থামিয়ে দেবেন শাহরুখ। ক্রিকেটের কুইনডম মাতিয়ে দেবেন কিং খান, এমনটাই মনে করছে ভক্তকুল।

[আরও পড়ুন: আইসিসির টেস্ট ক্রমতালিকায় বিরাট লাফ যশস্বীর, অলরাউন্ডারদের তালিকার শীর্ষে জাদেজাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement