Advertisement
Advertisement

Breaking News

টিম ইন্ডিয়ায় এবার শাহরুখ খান, ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে

৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ।

Shahrukh Khan and R Sai Kishore to join as Team India reserves for Windies series | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:January 30, 2022 6:15 pm
  • Updated:January 30, 2022 6:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য স্ট্যান্ড বাই হিসেবে দলে সুযোগ পেলেন শাহরুখ খান (Shahrukh Khan) ও রবি শ্রীনিবাস সাই কিশোর (Ravi Srinivas Sai Kishore)। টি-টোয়েন্টিতে ইতিমধ্যেই সাড়া জাগিয়েছেন শাহরুখ খান। তাঁর রাজ্য দলের সতীর্থ রবি শ্রীনিবাস সাই কিশোর বাঁ হাতি স্পিনার।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ চলাকালীন টিম ইন্ডিয়ার (Team India) কোনও ক্রিকেটার যদি করোনা আক্রান্ত হয়ে পড়েন, তাহলে ব্যাক আপে থাকা শাহরুখ ও সাই কিশোর সুযোগ পেতে পারেন।

Advertisement

[আরও পড়ুন: ‘লড়াইটা নিজের সঙ্গেই’, সোশ্যাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ পোস্ট কোহলির]

করোনা সংক্রমণ বেড়েছে দেশে। বিভিন্ন প্রতিযোগিতায় করোনার ছায়া পড়েছে। সেই করোনা আবহেই বল গড়াবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের। তিনটি ওয়ানডে-র পর হবে টি টোয়েন্টি। তিনটি টি টোয়েন্টি ম্যাচই হওয়ার কথা কলকাতায়।

এদিকে শাহরুখ ইতিমধ্যেই নজর কেড়ে নিয়েছেন। তাঁর প্রশংসা করেছেন অনেকেই। ধারাভাষ্যকার হর্ষ ভোগলে আগেই জানিয়েছেন আইপিএলের আসন্ন নিলামে ভাল দাম পাবেন শাহরুখ। ভোগলের মতে শাহরুখ অনেকটা ইউসুফ পাঠানোর মতোই। বড় শট খেলতে পারেন। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের ফাইনালে কর্নাটকের বিরুদ্ধে শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন শাহরুখ। আইপিএলে পাঞ্জাবের হয়ে খেলে নজর কাড়েন শাহরুখ। দ্রুত রান তুলতে দক্ষ তিনি।

শাহরুখের বন্ধু সাই কিশোর আবার ঘরোয়া ক্রিকেটেও বেশ পরিচিত মুখ। গত বছর শ্রীলঙ্কা সফরে নেট বোলার হিসেবে ডাক পেয়েছিলেন সাই কিশোর। জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়েরও পছন্দের খেলোয়াড় সাই কিশোর।

এই দুই তরুণ ক্রিকেটার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে জাতীয় দলে ডাক পেলেন।

[আরও পড়ুন: U-19 World Cup: বাংলার রবির তেজে মধুর প্রতিশোধ, বাংলাদেশকে হারিয়ে শেষ চারে ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement