সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কে তাঁরা শ্বশুর-জামাই। কিন্তু এবার জামাই শাহিন আফ্রিদিকেই দলের বাইরে পাঠাতে বললেন শ্বশুর শাহিদ আফ্রিদি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে পাকিস্তান দলকে পরামর্শ দিলেন প্রাক্তন পাক তারকা। কিন্তু কী হল হঠাৎ?
এমনিতে পাক ক্রিকেটের অবস্থা বেশ খারাপ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপর্যয়ে সেই ছবি এমনিতেই স্পষ্ট। তারপর নিউজিল্যান্ডের সিরিজেই বা দুরবস্থা কাটল কোথায়? পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে হেরে বসে রয়েছে পাকিস্তান। এখনও একটা ম্যাচ বাকি। তার আগেই ‘জামাইকে’ দলের বাইরে পাঠাতে বললেন ‘শ্বশুর’।
শাহিন আফ্রিদির ফর্ম রীতিমতো হতাশজনক। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এক ওভারে চারটি ছক্কা খেয়েছিলেন শাহিন। এমন নয় যে তারপর ছন্দে ফিরেছেন। পরের দুটি ম্যাচে হজম করেছেন যথাক্রমে ৩৬ ও ৪৯ রান। এখনও একটা ম্যাচ বাকি। তার আগে শাহিদ আফ্রিদি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘শেষ ম্যাচে রিজার্ভে থাকা প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত। যেহেতু সিরিজ হেরেই গিয়েছে, তাই শাদাব খান আর শাহিনকে বিশ্রাম দেওয়া যায়। সেই জায়গায় নতুনরা খেলুক।’
তবে আফ্রিদির পরামর্শ মোটেই ভালোভাবে নিচ্ছে না ভক্তরা। তাঁদের দাবি ‘বিশ্রাম’ নয়, একেবারে বাদ দেওয়া উচিত। অনেকে আবার তুলে আনছেন কিছুদিন আগে শাহিদের মন্তব্য। যেখানে তিনি বলেছিলেন, শাহিন, রিজওয়ান বা বাবর, যেই খারাপ পারফর্ম করুক, তাঁর ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। তাহলে এখন আবার ‘বিশ্রাম’-এর প্রসঙ্গ আসছে কেন?
For the final game, the players on the bench should be given a chance – with the series lost, Shadab and Shaheen can be rested and replacements given an opportunity #PAKvNZ
— Shahid Afridi (@SAfridiOfficial) March 23, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.