ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার (Pahalgam Terror Attack) জন্য ভারতীয় সেনাবাহিনীকে দায়ী করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। তাঁর অভিযোগ, ভারতীয় সেনার ব্যর্থতাতেই প্রাণ হারাতে হয়েছে এতগুলো নিরীহ মানুষকে। যদিও প্রশ্ন উঠছে, পক্ষান্তরে কি পাক জঙ্গিবাদকেই সমর্থন করলেন আফ্রিদি?
সামা টিভি’কে আফ্রিদি বলেন, “ভারতে বাজি ফাটলেও দোষ চাপানো হয় পাকিস্তানের ঘাড়ে। কাশ্মীরে প্রায় ৮ লক্ষ সেনা আছে। তা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে। এর অর্থ, তারা এতটাই নিষ্কর্মা আর অপদার্থ যে, সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারেনি।”
আফ্রিদির সংযোজন, “এক ঘণ্টা ধরে সেখানে মানুষদের হত্যা করা হল। অথচ কোনও জওয়ানকেই দেখা গেল না! সব কিছু যখন শেষ হয়ে গেল, পাকিস্তানকে দোষ দেওয়াও শুরু করল ওরা। এটা আশ্চর্যজনক যে, হামলার এক ঘণ্টার মধ্যে ভারতীয় মিডিয়া বলিউডে পরিণত হয়েছে। সবকিছুকে বলিউডে পরিণত করবেন না।”
পাকিস্তানের হয়ে ৩৯৮টি ওয়ানডে খেলা আফ্রিদির কথায়, “আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। ওরা যেভাবে কথা বলছিল, তা উপভোগও করছিলাম। ওরা নিজেদের শিক্ষিত বলে। কিন্তু ওদের চিন্তাভাবনা দেখে আমার মনে এ ব্যাপারে সন্দেহ জন্মেছে। দু’জন ক্রিকেটার আছেন, যারা ভারতের হয়ে অনেক ক্রিকেট খেলেছে। তারা আবার ভারতের দূতও। ওরাও পর্যন্ত পাকিস্তানকে সরাসরি দোষ দেয়।”
এরপর এককদম এগিয়ে তাঁর মন্তব্য, “নিজেই সন্ত্রাসবাদে মদত দেয় ভারত। ওরা নিজেরাই নাগরিকদের হত্যা করে। আর তারপর পাকিস্তানের উপর দোষ চাপায়। সন্ত্রাসবাদকে কোনও দেশ বা ধর্ম সমর্থন করে না। সব সময় শান্তির পক্ষে আমরা। সেই শিক্ষাই দিয়েছে ইসলাম। পাকিস্তানও এই কাজ কখনও সমর্থন করে না।” উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জন নিহত হয়েছেন।
16 Pakistani YouTube channels are banned by GOI, in response to #PahalgamTerroristAttack.
But Shahid Afridi who continuously spews venom against India, his account is still visible. We all know why.
This is the Nationalism of the so called Nationalist party. pic.twitter.com/pm9HKkLznZ
— Jitesh (@Chaotic_mind99) April 28, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.