Advertisement
Advertisement

Breaking News

Shahid Afridi

‘ও তো ভুল করে অধিনায়ক হয়েছে!’, জামাই শাহিনকে ভরা অনুষ্ঠানে ‘অপমান’ আফ্রিদির

অধিনায়ক হিসাবে কাকে পছন্দ, জানালেন প্রাক্তন পাক তারকা।

Shahid Afridi make hilarious statement about Shaheen Afridi being captain of Pakistan | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 1, 2024 5:04 pm
  • Updated:January 1, 2024 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ও তো ভুল করে অধিনায়ক হয়ে গিয়েছে! প্রকাশ্যেই জামাই শাহিন আফ্রিদির (Shaheen Afridi) সম্পর্কে এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। সাফ জানিয়ে দিলেন, জাতীয় দলের অধিনায়ক হিসাবে অন্য কাউকে পছন্দ ছিল তাঁর। পাকিস্তানের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাহিদ। সেখানে শাহিন ছাড়াও ছিলেন পাক তারকা হ্যারিস রউফ, মহম্মদ রিজওয়ানরা। সেখানেই চাঞ্চল্যকর মন্তব্য করেন শাহিদ আফ্রিদি।

২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। তার পরে জাতীয় দলের (Pakistan Cricket Team) অধিনায়ক হিসাবে দুজনের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টেস্ট এবং ওয়ানডেতে দলের নেতৃত্বে আসেন শান মাসুদ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দায়িত্ব দেওয়া হয় শাহিন আফ্রিদিকে। তবে এখনও জাতীয় দলের জার্সিতে অধিনায়কত্ব করতে দেখা যায়নি তারকা পেসারকে। আগামী ১২ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অধিনায়কত্বের অভিষেক হবে শাহিনের।

Advertisement

[আরও পড়ুন: বছরের প্রথম দিনেই ৭.৫ রিখটার স্কেলে ভূমিকম্প জাপানে, আছড়ে পড়ল সুনামি]

তার মধ্যেই একটি অনুষ্ঠানে যোগ দেন পাক ক্রিকেটাররা। সেখানে বক্তৃতা দেওয়ার সময়ে শাহিদ আফ্রিদি বলেন, “রিজওয়ানের পরিশ্রম আর ফোকাস- দুটোই আমি খুব পছন্দ করি। কে কী করছে, কী করছে না, কোনও কিছু নিয়েই মাথা ঘামায় না রিজওয়ান। আমার কাছে রিজওয়ান হল আসল যোদ্ধা। টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবেও আমি ওকেই দেখতে চেয়েছিলাম।”

তার পরেই হেসে উঠে তিনি বলেন, “কিন্তু ভুল করে টি-টোয়েন্টি ক্যাপ্টেন হয়ে গেল শাহিন।” প্রাক্তন পাক তারকার কথা শুনে হাসির রোল ওঠে গোটা অনুষ্ঠানে। হাসতে হাসতে দুহাতে মুখ ঢেকে ফেলেন মঞ্চে থাকা শাহিনও। শ্বশুর-জামাইয়ের খুনসুটির ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

 

[আরও পড়ুন: বঙ্গে তৃণমূলের সঙ্গে জোট হবে ধরে হাইকমান্ডকে দুই ‘শর্ত’ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement