সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শত্রু’ ভারতের মাটিতে এ অভ্যর্থনা হয়তো প্রত্যাশা করেননি বাবর আজমরা। বিশ্বকাপ খেলতে বুধবার রাতেই হায়দরাবাদে এসে পৌঁছেছেন পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) তারকারা। খানিকটা অপ্রত্যাশিত ভাবেই হায়দরাবাদ বিমানবন্দরে তাদের স্বাগত জানান বহু মানুষ। হোটেলে তাঁদের স্বাগত জানানো হয় উত্তরীয় পরিয়ে। ভারতের মাটিতে এই উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত পাক তারকারাও। শাহিন আফ্রিদি থেকে শুরু করে বাবর আজম, সোশাল মিডিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন একাধিক পাক তারকা।
পাকিস্তান ক্রিকেট দল ভারতে পা রাখল ৭ বছর পর। শেষবার পাক দল ভারতে এসেছিল ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ খেলতে। এমনিতে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। ভারতে খেলতে আসার সুযোগ পাকিস্তান পায় না। যার ফলে যে পাক দল ভারতে এসেছে তাদের অধিকাংশ তারকাই ভারতের মাটিতে পা রাখছেন প্রথমবার। ভারতের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাই কিছুটা হলেও সমস্যায় পড়বেন বাবররা।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত সোমবার দুবাই যাওয়ার কথা ছিল পাকিস্তানের। সেখানে দুদিন থাকার পরে ভারতে আসার কথা ছিল বাবর আজমদের (Babar Azam)। কিন্তু ভারতের ভিসা পেতে বিলম্ব হওয়ায় পরিকল্পনা বদলাতে বাধ্য হয় পাক দল। সোমবারের পরিবর্তে বুধবার সোজা দুবাই হয়ে ভারতে চলে আসেন বাবররা। হায়দরাবাদে ২৯ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ খেলবে পাক দল। সেখানেই পৌঁছেছেন শাহিন আফ্রিদিরা (Shahin Afridi)।
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। বিশ্বকাপে বাবরদের প্রথম ম্যাচ ৬ অক্টোবর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে হায়দরাবাদেই খেলবে তারা। আপাতত হায়দরাবাদকেই নিজেদের ‘ঘরের মাঠ’ ধরে এগোবেন বাবররা।
A warm welcome in Hyderabad as we land on Indian shores 👏#WeHaveWeWill | #CWC23 pic.twitter.com/poyWmFYIwK
— Pakistan Cricket (@TheRealPCB) September 27, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.