অধিনায়ক শান মাসুদ ও শাহিন আফ্রিদি। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে প্রথম হার। তাও আবার ঘরের মাঠে। প্রথম ইনিংসে কেন ডিক্লেয়ার করা হল, সেই প্রশ্নও ধেয়ে আসছে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের দিকে। সব মিলিয়ে হারের সঙ্গে বিতর্কে জেরবার পাক-ক্রিকেট। আদৌ দলের ভিতরে সব ঠিক আছে তো? সম্প্রতি যে ছবি ভাইরাল হয়েছে, তাতে পাকিস্তান টিমের রসায়ন নিয়ে কথা উঠছে।
বাংলাদেশের বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। রাওয়ালপিণ্ডিতে প্রথম ইনিংসে ৪৪৮ রান বোর্ডে নিয়ে ডিক্লেয়ার করে দেন শান মাসুদ। জবাবে বাংলাদেশ করে ৫৬৫। চতুর্থ দিনের শেষ ম্যাচ যখন প্রায় ড্রয়ের দিকে গড়াচ্ছে, তখন ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে বাবর আজমরা তোলেন ১৪৬ রান। মাত্র ৩০ রানের লক্ষ্য অনায়াসে তুলে দেন বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে ১৯১ রান করে জয়ের ভিত গড়ে দেন মুশফিকুর রহিম।
প্রথম ইনিংসের পরেই বিতর্ক মাথাচাড়া দিয়েছিল পাকিস্তান ক্রিকেটের অন্দরমহলে। ১৭১ রানে অপরাজিত ছিলেন মহম্মদ রিজওয়ান। সেই সময় ডিক্লেয়ার করে দেন শান মাসুদ। যার পর রীতিমতো ক্ষিপ্ত দেখা যায় রিজওয়ানকে। কেন ডিক্লেয়ার করে দেওয়া হল, সেই প্রশ্নও ধাওয়া করছে পাক অধিনায়ককে। ড্রেসিংরুমে বিবাদের একটি ভিডিওয় ইতিমধ্যে ভাইরাল।
এরই মধ্যে নতুন যে ভিডিও উঠে এসেছে, তাতে দলের মধ্যে আদৌ একতা আছে কিনা, সেটাও ভাবাচ্ছে ভক্তদের। পঞ্চম দিনে বল করতে নেমে টিম হাডল করছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেই সময় শান মাসুদের হাত ছিল বোলার শাহিন শাহ আফ্রিদির হাতে। কিন্তু একটু পরেই মাসুদের হাত নিজের কাঁধ থেকে সরিয়ে দেন পাক বোলার। কম রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়কের ‘ভরসার হাত’ সরিয়ে দেওয়াতেই স্পষ্ট দলের মধ্যের বিবাদ। সোশাল মিডিয়ায় সেরকমই বলছেন ভক্তরা। সামনেই বাংলাদেশের বিরুদ্ধে আরও একটি টেস্ট। সেখানে কী পরিস্থিতি দাঁড়ায়, সেদিকেই লক্ষ্য থাকবে সমর্থকদের।
When there is no unity!
There is no will!#PAKvsBAN pic.twitter.com/G4m2sjLyyC— Shaharyar Azhar (@azhar_shaharyar) August 25, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.