Advertisement
Advertisement
বাদশা

নিলামের পরেই কেকেআর টিম নিয়ে দাদার সঙ্গে বসে পড়লেন বাদশা

সৌরভের সঙ্গে বেশ খানিকক্ষণ আড্ডা দিলেন কেকেআর মালিক।

Shah Rukh Khan meets BCCI President Sourav Ganguly
Published by: Subhamay Mandal
  • Posted:December 20, 2019 11:06 am
  • Updated:December 20, 2019 11:06 am

আলাপন সাহা: চোখে সানগ্লাস। কালো টি শার্টের উপর কালো জ‌্যাকেট। রাতে শাহরুখ খান যখন হোটেলের লবিতে ঢুকছেন ফটোগ্রাফাররা রীতিমতো ঝাঁপিয়ে পড়লেন। ফ্ল‌্যাশের ঝলকানিতেও স্পষ্ট দেখা যাচ্ছে বাদশার মুখে চড়া হাসি। অন‌্য দিন হলে বোধহয় এটা দিনের সেরা ছবি হতেই পারত। কিন্তু না বৃহস্পতিবারের নিলাম পর্বের দিনের সেরা ছবি ওই একটাই।

কোনটা? একই ফ্রেমে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ‌্যায় ও কেকেআর মালিক শাহরুখ খান। আর তাঁদের মাঝখানে রয়েছেন কেকেআরের আর এক মালিক জুহি চাওলা। যে ছবি রাতেই নিজেদের ফেসবুক পেজে নাইটরা আপলোড করতেই তা ভাইরাল। এক সময়ের কেকেআর অধিনায়ক ছিলেন সৌরভ। কিন্তু পরবর্তী সময়ে সৌরভ-শাহরুখের সম্পর্ক নিয়ে কাউকে নতুন করে কিছু বলতে হবে না। বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর এর আগেও শাহরুখের সঙ্গে সৌরভকে এক মঞ্চে দেখা গিয়েছিল। তাও আবার কলকাতা চলচ্চিত্র উৎসবে। তবে শোনা যায় সেদিন দুই নক্ষত্রের মধ‌্যে খুব বেশি কথোপকথন হয়নি। এদিন অবশ‌্য ছবিটা অন‌্যরকম ছিল। সৌরভের সঙ্গে বেশ খানিকক্ষণ আড্ডা দিলেন কেকেআর মালিক।

Advertisement

[আরও পড়ুন: ব্যাটসম্যান-বোলার-অলরাউন্ডার কিনে ঘর গোছাল কেকেআর, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা]

রাতে সংবাদ প্রতিদিন-কে ফোনে সৌরভ বলছিলেন, ‘‘হ‌্যাঁ, আমার সঙ্গে শাহরুখের কথা হয়েছে। প্রায় মিনিট দশ-পনেরো মিনিট আমরা কথা বললাম। টিম নিয়ে কথা হচ্ছিল।’’ শোনা গেল শাহরুখ নাকি সৌরভের পরামর্শ নেন যে নিলামে কাদের নেওয়া যেতে পারে। গতবার হলে সৌরভ হয়তো নিজেই নিলাম টেবিলে গিয়ে বসতেন। দিল্লি ক‌্যাপিটালসের উপদেষ্টা ছিলেন। তবে এবার তিনি বোর্ড প্রেসিডেন্ট। সৌরভকে জিজ্ঞেস করা হল, নিলাম দেখে তাঁর কী মনে হয় কোন দলগুলো আরও শক্তিশালী হল? বোর্ড প্রেসিডেন্ট বললেন, ‘‘আমি পুরো লিস্ট দেখিনি। জানি না পরে কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারকে নিয়েছে। তাই এটা এখনই আমার পক্ষে বলা একটু কঠিন।’’

এ দিন বাংলার থেকে আরও দু’জন আইপিএল টিম পাওয়ায় দারুণ খুশি সৌরভ। ঋদ্ধিমান সাহা আর মহম্মদ সামিকে আগেই রিটেন করেছিল তাঁদের ফ্র্যাঞ্চাইজিরা। বৃহস্পতিবারের নিলামে বাংলার ঈশান পোড়েলকে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। আর শেষলগ্নে শাহবাজ আহমেদকে তুলল বিরাট কোহলির আরসিবি। সৌরভ যা নিয়ে বলছিলেন, ‘‘আমি খুশি। বাংলা ক্রিকেটের পক্ষে খুব ভাল। ঈশান-শাহবাজ দু’জনেই বিশ্বমানের প্রতিভা। আশা করি ওরা দারুণ পারফরম‌্যান্স করবে।’’

[আরও পড়ুন: দু’চোখে স্বপ্ন নিয়ে একদিন ফুচকা বেচতে হয়েছে, আইপিএলের দৌলতে আজ কোটিপতি যশস্বী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement