Advertisement
Advertisement

Breaking News

Cheteshwar Pujara Shah Rukh Khan

পূজারার জন্য শাহরুখ যখন ‘দিলওয়ালে’!

কী সেই ঘটনা, জেনে নিন।

Shah Rukh Khan had offered a huge help to the family of Cheteshwar Pujara । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 15, 2023 6:30 pm
  • Updated:February 15, 2023 6:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি সেঞ্চুরি পেলে লেখা হয় ‘পূজারার পুজো’। তাঁর সম্পর্কে বলা হয়, সাধনার আরেক নাম চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। সেই পূজারা সম্পর্কে অজানা এক তথ্য জানালেন তাঁর বাবা। প্রশংসা করলেন কেকেআর-এর মালিক শাহরুখ খানের (Shah Rukh Khan)। তুলে ধরলেন দিলদরিয়া শাহরুখের এক গল্প। 

কী সেই গল্প? ২০০৯ সালের আইপিএল-এর প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন পূজারার বাবা অরবিন্দ। দেশের বাইরে চলে গিয়েছিল সেবারের আইপিএল। দক্ষিণ আফ্রিকায় উড়ে গিয়েছিল সব দলগুলো। পূজারা ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই সময়ে ‘কিং খান’ চাইছিলেন পূজারার চিকিৎসা যেন হয় দক্ষিণ আফ্রিকাতেই। পূজারা যেন চোটের চিকিৎসার জন্য দেশে ফিরে না যান। যদিও পূজারার পরিবার চাইছিল, ‘চিন্টু’ ফিরে আসুক রাজকোটে। সেখানেই যেন তাঁর চিকিৎসা হয়। তাঁদের পারিবারিক চিকিৎসক দেখাশোনা করতে পারবেন। সেই কারণেই দেশে ফিরে আসার জন্য ফ্র্যাঞ্চাইজির কাছে আবেদনও করা হয়।  

Advertisement

[আরও পড়ুন: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ভারত, প্রথমবার তিন ফরম্যাটেই সেরার শিরোপা রোহিতদের]

কিন্তু শাহরুখ এ ব্যাপারে নিজের জায়গা থেকে সরেননি। তিনি বারংবার বলতে থাকেন চেতেশ্বর পূজারার ক্রিকেট-ভবিষ্যৎ রয়েছে। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য কেন দক্ষিণ আফ্রিকা ছেড়ে রাজকোটে ফিরে যাবে পূজারা? উলটে ক্রিকেটারের পরিবারের সদস্যদের দক্ষিণ আফ্রিকায় উড়ে আসার অনুরোধ করেন ‘কিং খান’। অরবিন্দ পূজারা তাঁদের পারিবারিক চিকিৎসক নির্ভয় শাহর সঙ্গে কথা বলেন। তাঁকে দক্ষিণ আফ্রিকা যেতে অনুরোধ করেন। কিন্তু বেঁকে বসেন চিকিৎসক স্বয়ং।

তিনি জানান, পূজারার বাবাকেও তাঁর সঙ্গে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়। কিন্তু অরবিন্দ পূজারার পাসপোর্ট ছিল না। যুদ্ধকালীন তৎপরতায় সবকিছুর ব্যবস্থা করা হয়। অরবিন্দ পূজারা বলেন, ”শাহরুখের যুক্তি ছিল দক্ষিণ আফ্রিকার রাগবি প্লেয়াররা এই ধরনের চোট পায়। ওখানকার চিকিৎসকরা এই ধরনের চিকিৎসা এবং অস্ত্রোপচার সম্পর্কে পরিচিত। সেই কারণেই চিন্টুকে দক্ষিণ আফ্রিকায় থেকে যাওয়ার কথা বলা হয়েছিল।”

[আরও পড়ুন: ‘রনজি ফাইনাল নিয়ে আমার আগ্রহ নেই’, কেন এমন বললেন বাংলায় ব্রাত্য ঋদ্ধিমান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub