Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

WPL-এর উদ্বোধনে নারীশক্তির বন্দনায় শাহরুখ, ক্রিকেটারদের শেখালেন নিজের বিখ্যাত পোজ

শাহরুখের পাশাপাশি এবারের উদ্বোধনে পারফর্ম করেছে বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, শাহিদ কাপুর, টাইগার শ্রফ ও কার্তিক আরিয়ান।

Shah Rukh Khan and other Bollywood stars performed at WPL 2024 Opening Ceremony | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 23, 2024 8:33 pm
  • Updated:February 23, 2024 9:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা মতোই মহিলাদের আইপিএল অর্থাৎ উইমেন’স প্রিমিয়ার লিগের (Women’s Premier League) উদ্বোধনে ছিল নক্ষত্রের মেলা। আর এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র অবশ্যই বলিউডের ‘পাঠান’ শাহরুখ খান (Shah Rukh Khan)। নাচে, গানে আর কথায় আসর জমিয়ে দিলেন কিং খান।

SRK

Advertisement

‘পাঠান’কে ডাকলে তো পার্টি হবেই! এই পার্টির মেজাজই জমিয়ে দেন শাহরুখ। মহিলা ক্রিকেটারদের নিজের বিখ্যাত পোজও শেখান বলিউড বাদশা। আর জানান, এই দেশ নারীশক্তির উপর নির্ভরশীল। সমস্ত জায়গায় মেয়েরাই নেতৃত্ব দিচ্ছে। আর যে দেশের ভিত নারীশক্তির বলিষ্ঠ কাঁধে থাকে, সেখানে মহিলাদের কেউ রুখতে পারে না। সমস্ত জায়গায় মেয়েরা এত উন্নতি করলে খেলায় কেন নয়? এই ভাবনা থেকেই উইমেন’স প্রিমিয়ার লিগের ভাবনা।

 

[আরও পড়ুন: ডোনা-রচনার হাত ধরে নাচ মমতার, প্রকাশ্যে ‘দিদি নম্বর ১’-এর স্পেশাল এপিসোডের টিজার]

গত বছর থেকে শুরু হয়েছে মহিলাদের এই আইপিএল। সেবার ফাইনালে মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। প্রথমবারের মহিলাদের আইপিএল জিতে নেয় হরমনপ্রীত কৌরের মুম্বই। গতবারের ফাইনালিস্ট দুই দলই এবারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি। তার আগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হয় জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠান।

 

শুধু শাহরুখ খানই নন, এবারের উদ্বোধনে পারফর্ম করেন বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, শাহিদ কাপুর, টাইগার শ্রফ ও কার্তিক আরিয়ান।

[আরও পড়ুন: ভোটের আগে রুপোলি পর্দায় ‘আর্টিকল ৩৭০’, কেমন হল ইয়ামি গৌতম-প্রিয়ামণির ছবি? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement