Advertisement
Advertisement

Breaking News

সাকলিনের মেয়েকে বিয়ে করলেন শাদাব খান, ‘ভাবির জন্য চিন্তা হচ্ছে’, রসিকতা সতীর্থ ইমাম উল হকের

'মেন্টর সাক্কি ভাইয়ের পরিবারের সদস্য হতে চলেছি আমি', টুইট শাদাবের।

Shadab Khan gets married with daughter of Saqlain Mushtaq । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:January 24, 2023 1:33 pm
  • Updated:January 24, 2023 1:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে পর্ব যেন আর শেষ হচ্ছে না পাক ক্রিকেটে! হ্যারিস রাউফ, শান মাসুদ আগেই বিয়ে করেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। তিনি শাদাব খান (Shadab Khan)। বিয়ে করলেন পাকিস্তানের কোচ সাকলিন মুস্তাকের (Saqlain Mushtaq) মেয়েকে। 

সোমবার সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের স্পিনার লিখেছেন, ”আমি আমার মেন্টর সাক্কি ভাইয়ের পরিবারের সদস্য হতে চলেছি। ক্রিকেট যবে থেকে শুরু করেছি, পারিবারিক জীবনকে আমি আলাদা রাখতেই চেয়েছি। আমার পরিবারও প্রচারের আলোয় আসতে চায়নি। নিজেদের আড়ালেই রেখে এসেছে এতদিন। আমার স্ত্রীকেও একই কথা বলা হয়েছে। ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান আমার স্ত্রীও। আপনারা যদি উপহার পাঠাতে চান, তাহলে আমি আমার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেব।”   

Advertisement

[আরও পড়ুন: কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দেখছেন সানিয়া, অস্ট্রেলীয় ওপেনের শেষ চারে টেনিস সুন্দরী]

 

 

শাদাব খানের বিয়ের সংবাদ পেতেই অভিনন্দন জানিয়েছেন সতীর্থরাও। ইমাম উল হল অভিনন্দন জানিয়ে টুইট করেছেন, ”অনেক অভিনন্দন শ্যাডি। তবে ভাবির জন্য চিন্তা হচ্ছে। সবকিছু সহ্য করার ক্ষমতা ওকে দিক ঈশ্বর, এই প্রার্থনাই করি।”   

 

শাদাবের আর এক বন্ধু হাসান আলি টুইট করেছেন, ”তোমার খবর জানতে পেরে সত্যিই খুশি হলাম। নতুন অধ্যায় তোমার জীবনকে আনন্দ ও খুশিতে ভরিয়ে তুলুক।” টুইটেই অভিনন্দন বার্তা জানিয়েছেন হ্যারিস রাউফ, খুশদিল শাহ, আসিফ আলি-সহ আরও অনেকে। 

 

এদিকে, সোমবার সাত পাকে বাঁধা পড়লেন আথিয়া শেট্টি ও কে এল রাহুল। সুনীল শেট্টির খান্ডালার বাংলো ‘জাঁহা’তেই রাহুলের গলায় মালা দিলেন আথিয়া শেট্টি। কড়া নিরাপত্তার মধ্য়েই বিয়ে সম্পন্ন হল আথিয়া ও রাহুলের। আইপিএলের পরেই হবে রিশেপসন।  

 

[আরও পড়ুন: ইতিহাস তৈরি হল ফুটবল মাঠে, প্রথমবার সাদা কার্ড দেখালেন রেফারি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement