Advertisement
Advertisement
Shabnim Ismail

দ্রুততম ডেলিভারি করে নজির প্রোটিয়া বোলারের, মহিলাদের ক্রিকেটে নতুন ইতিহাস

মহিলাদের আইপিএলে গতির ঝড় তুললেন দক্ষিণ আফ্রিকার পেসার।

Shabnim Ismail of South Africa shatters record with fastest delivery

মহিলাদের আইপিএলে দ্রুততম ডেলিভারি শাবনিম ইসমাইলের। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 6, 2024 1:51 pm
  • Updated:March 6, 2024 3:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুততম ডেলিভারি করে ইতিহাসের পাতায় নাম লিখলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন মহিলা পেসার শাবনিম ইসমাইল (Shabnim Ismail)। মহিলাদের আইপিএলে বল হাতে ঝড় তুললেন তিনি। 
মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস ম্যাচে মুম্বইয়ের শাবনিম প্রতি ঘণ্টায় ১৩২.১ কিমি বেগে বল করে নজির গড়েন। এই প্রথমবার মহিলাদের ক্রিকেটে ঘণ্টায় ১৩০ কিমির বেশি বেগে বল করলেন কেউ। 

[আরও পড়ুন: চেন্নাই পৌঁছতেই ‘থালা’ ধোনির পা ছুঁয়ে প্রণাম CSK ম্যানেজারের, ভিডিও ভাইরাল]

আইসিসি টুইট করেছে, ঐতিহাসিক দিন। মহিলাদের ক্রিকেটে দ্রুততম ডেলিভারি করার রেকর্ড গড়লেন শাবনিম ইসমাইল। এর আগে ২০১৬ সালে ইসমাইল প্রতি ঘণ্টায় ১২৮ কিমি বেগে বল করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০২২ সালে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে দুবার প্রতি ঘণ্টায় ১২৭ কিমি বেগে বল করেছিলেন প্রোটিয়া পেসার। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে অবসর গ্রহণ করেছিলেন তিনি। অবসরের পরেও শাবনিমের দুর্দান্ত গতি অব্যাহত রয়েছে বাইশ গজে। 

Advertisement

১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে শাবনিম দক্ষিণ আফ্রিকার হয়ে ১২৭টি ওয়ানডে ম্যাচে প্রতিনিধিত্ব করেন। ১১৩টি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলেন দক্ষিণ আফ্রিকার মহিলা পেসার। ৩১৭টি আন্তর্জাতিক উইকেট সংগ্রহ করেছেন শাবনিম ইসমাইল।
খেলার শেষে নজির গড়া ওই ডেলিভারি প্রসঙ্গে শাবনিম ইসমাইল বলেন, ”আমি যখন বল করছিলাম তখন বড় স্ক্রিনের দিকে তাকাইনি।”
ইসমাইলের দ্রুতগতির বোলিং সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি হেরে যায়।

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে ‘বিদ্যুৎ’ এমবাপে! বোল্টকে কড়া টক্কর ফরাসি তারকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement