Advertisement
Advertisement

নভেম্বরে ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলি-রোহিতদের ছাড়াই নামবে ভারত!

সিনিয়র ভারতীয় ক্রিকেটাররা কেন খেলবেন না নিউজিল্যান্ডের বিরুদ্ধে?

Senior players of Team India likely to be rested during the T20I series against New Zealand | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Krishanu Mazumder
  • Posted:October 15, 2021 7:54 pm
  • Updated:October 15, 2021 7:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ নভেম্বর ২০২১। হ্যাঁ ঠিক এই তারিখেই আবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই শুরু হবে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand Series) সিরিজ। যা শোনা যাচ্ছে তাতে মূলত তরুণ প্রতিভাদের নিয়েই হয়তো ভারতের দল গড়া হবে। বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো মহাতারকাদের। টি-টোয়েন্টি সিরিজে হয়তো খেলতে পারেন রুতুরাজ গায়কোয়াড, হর্ষল প্যাটেল, আভেশ খান ও ভেঙ্কটেশ আইয়ার।

টি-টোয়েন্টি বিশ্বকাপই (T 20 World Cup) হতে চলেছে ভারতীয় কোচ হিসাবে রবি শাস্ত্রীর শেষ অ্যাসাইনমেন্ট। জল্পনা অনুযায়ী নিউজিল্যান্ড সিরিজে রাহুল দ্রাবিড় ভারতের কোচ হতে পারেন। টি টোয়েন্টি বিশ্বকাপের পরে শুরু হতে চলা কিউয়িদের বিরুদ্ধে সিরিজে কেন বিশ্রাম দেওয়া হচ্ছে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারদের? ঘটনা হল, জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে ক্রিকেটাররা ক্লান্ত। 

Advertisement

[আরও পড়ুন: বুর্জ খলিফায় ফুটে উঠল কোহলিদের নতুন জার্সি! বিশ্বকাপের আগেই উত্তেজনা তুঙ্গে]

জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে জৈব বলয়ে রয়েছেন ভারতের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচটি না হওয়ায় ভারতীয় ক্রিকেটারদের দ্রুততার সঙ্গে উড়িয়ে আনা হয় সংযুক্ত আরব আমিরশাহীতে। আইপিএলের জন্যও ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন। এর পরেই আমিরশাহিতে এসে আইপিএল-এ অংশ নিয়েছেন। অর্থাৎ প্রায় পাঁচ মাস ধরে জৈব বলয়ে থাকতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের।

দীর্ঘ পাঁচ মাস জৈব সুরক্ষা বলয়ে থাকা ক্লান্তিকর। সেই কারণেই বিশ্রামের দরকার হয়ে পড়ছে ক্রিকেটারদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সেই কারণেই সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে রেখেই খেলতে নামবে ভারতীয় দল। নির্বাচক কমিটির এক সদস্য সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ভারতের সিনিয়র ক্রিকেটাররা পরপর তিনটে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে দীর্ঘ পাঁচ মাস ছিল। টি টোয়েন্টি বিশ্বকাপের পরে তাদের বিশ্রাম দেওয়া হতে পারে। এই বিশ্রাম দেওয়ার পিছনে অবশ্য অন্য কারণ রয়েছে। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। তার আগে যাতে ক্রিকেটাররা সতেজ, তরতাজা থাকেন, সেটাই আসল উদ্দেশ্য। 

[আরও পড়ুন: OMG! ফটো শুটে দড়ি দিয়ে বাঁধা হল কোহলিকে! কী প্রতিক্রিয়া ভারত অধিনায়কের?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement