সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া ভারতীয় ড্রেসিংরুমে সবকিছু ঠিকঠাক চলছে তো? প্রশ্নটা আরও জোরালো হচ্ছে মেলবোর্ন টেস্টের পর। শোনা যাচ্ছে, রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের মধ্যেই দলের অন্য এক সিনিয়র ক্রিকেটার অধিনায়ক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এমনটাই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি অনুযায়ী, ভারতীয় দলের এক সিনিয়র সদস্য প্রকাশ্যে জানিয়েছেন, রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে তিনি অস্থায়ীভাবে দলের নেতৃত্ব দিতে প্রস্তুত। ওই সিনিয়র ক্রিকেটারের দাবি, তিনি টিম ইন্ডিয়ার সমস্যা সমাধান করতে পারবেন। উল্লেখ্য, এই মুহূর্তে ভারতীয় দলের সহ-অধিনায়ক জশপ্রীত বুমরাহ। অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্থ। তবে কে প্রকাশ্যে অধিনায়ক হওয়ার ইচ্ছাটা কে প্রকাশ করলেন, সেটা জানা যায়নি।
রোহিত শর্মা নিজে বিশ্রী ফর্মে। তাঁর অধিনায়কত্ব দলও বিশ্রী ফর্মে। অধিনায়ক রোহিতের অধীনে শেষ ৬ টেস্টে জয়ের মুখ দেখেনি ভারত। চলতি বছর ব্যাট হাতেও টেস্টে জঘন্য ফর্মে হিটম্যান। এই পরিস্থিতিতে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শোনা যাচ্ছে, বর্ডার-গাভাসকর ট্রফির পরই দলের ভবিষ্যৎ নিয়ে রোহিতের সঙ্গে আলোচনায় বসবে বিসিসিআই। ক্রিকেটমহলের ধারণা, সেই আলোচনা খুব ‘মিষ্টি’ মুখে নাও হতে পারে। বরং বোর্ডের ‘জেরার’ মুখে পড়তে চলেছেন ভারত অধিনায়ক। অবশ্য তার আগেই সিডনি টেস্টের পর রোহিত নিজেই টেস্ট থেকে অবসর বা অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিতে পারেন, সেই জল্পনাও শোনা যাচ্ছে।
তবে পরিস্থিতি যা-ই হোক, যেভাবে দলের এক সদস্য আগ বাড়িয়ে অধিনায়ক হওয়ার দাবি জানাচ্ছেন, সেটা আর যা-ই হোক, ভারতীয় দলের ড্রেসিংরুমের জন্য সুখকর নয়। এতে একটা জিনিসই স্পষ্ট হয়, অধিনায়ক রোহিতের উপর আস্থা হারিয়েছে ড্রেসিংরুম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.