সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে দলে ঠাঁই না হওয়ায় এমনিতেই মন মেজাজ খারাপ ঋদ্ধিমান সাহার। তার উপর ভারতীয় উইকেটকিপারকে আরও রাগিয়ে দিয়েছেন এক সাংবাদিক। রবিবার যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। গোটা বিষয়ে ঋদ্ধিমানের পাশে দাঁড়িয়ে এবার সুর চড়ালেন দুই প্রাক্তনী বীরেন্দ্র শেহওয়াগ এবং হরভজন সিং।
শনিবারই লঙ্কাবাহিনীর বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান। যেখানে বাদ পড়েছেন ঋদ্ধি। উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হয়েছে ঋষভ পন্থকেই। এই ঘোষণার পরই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাংলার ক্রিকেটার। ঋদ্ধি বলে দেন, সৌরভ তাঁকে বলেছিলেন, “আমি বোর্ডে থাকলে তুমি ঠিক দলে সুযোগ পাবে।” এমনকী ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। ঋদ্ধির কথায়, দ্রাবিড় নাকি তাঁকে পরোক্ষে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন! এরপরই এর সঙ্গে জুড়ে যায় আরেকটি বিতর্ক।
নাম না করেই ওই সাংবাদিকের পাঠানো মেসেজের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ঋদ্ধিমান (Wriddhiman Saha)। যেখানে তিনি জানান, দল থেকে বাদ পড়া নিয়ে কোনও কথা বলতে না চাওয়ায় তাঁকে রীতিমতো এক সাংবাদিকের হুমকির মুখে পড়তে হয়েছে। শেয়ার করা স্ক্রিনশটে লেখা, ঋদ্ধিমান ফোন না ধরায় তিনি অপমানিত বোধ করেছেন। আর তিনি অপমান হালকাভাবে নেন না। আক্ষেপের সুরে পোস্টের ক্যাপশনে বাংলার উইকেটরক্ষক লেখেন, “ভারতীয় ক্রিকেটে এতদিনের অবদানের পর শেষে এই আমার প্রাপ্তি। একজন সম্মানীয় সাংবাদিকের থেকে এমন মেসেজ পেতে হচ্ছে। এই পথেই এগিয়েছে সাংবাদিকতা।” নেটদুনিয়ায় পোস্টটি ভাইরাল হতেই আলোচনায় শামিল হয়ে যান শেহওয়াগ, হরভজন, আরপি সিংরা।
After all of my contributions to Indian cricket..this is what I face from a so called “Respected” journalist! This is where the journalism has gone. pic.twitter.com/woVyq1sOZX
— Wriddhiman Saha (@Wriddhipops) February 19, 2022
ঋদ্ধির উদ্দেশে প্রাক্তন ভারতীয় স্পিনার ভাজ্জি (Harbhajan Singh) লেখেন, “ঋদ্ধি, তুমি নামটা প্রকাশ্যে আনো, যাতে সবাই জানে কে এধরনের কাজ করে। নাহলে ভালরাও সন্দেহের তালিকায় চলে আসবেন।” প্রাক্তন ভারতীয় ওপেনার শেহওয়াগ আবার বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। এরা সম্মানীয়ও নয়, সাংবাদিকও নয়। শুধু চামচাগিরি করে। আমি তোমার পাশে আছি ঋদ্ধি।” এই বিতর্ক কতদূর পর্যন্ত গড়ায়, এখন সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.