Advertisement
Advertisement
MS Dhoni

ধোনির থেকে এধরনের ভুল আশা করা যায় না! চেন্নাইয়ের হারের পর বিস্ফোরক শেহওয়াগ

চেন্নাইয়ের হারের কারণ হিসেবে শেহওয়াগ কাঠগড়ায় তুলেছেন ধোনির নেতৃত্বকেই।

Sehwag critisizes CSK skipper MS Dhoni after lost to Gujarat Titans | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 2, 2023 6:53 pm
  • Updated:April 2, 2023 6:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের গত মরশুমটা একেবারেই ভাল যায়নি চেন্নাই সুপার কিংসের। চলতি মরশুমের শুরুতেই আবার ধাক্কা ধোনিবাহিনীর। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছে পরাস্ত হয় তারা। আর তারপরই চেন্নাইকে একহাত নিলেন বীরেন্দ্র শেহওয়াগ। হারের জন্য ক্যাপ্টেন কুলকেই কার্যত দায়ী করলেন তিনি।

গত মরশুম থেকে এখনও পর্যন্ত টানা চার ম্যাচে হার সিএসকের (CSK)। উদ্বোধনী ম্যাচে পারফরম্যান্সের নিরিখে হার্দিক পাণ্ডিয়ারা অনেকখানি এগিয়ে ছিলেন। চেন্নাইয়ের বিরুদ্ধে রীতিমতো দাপিয়ে খেলেছে গুজরাট। কিন্তু চেন্নাইয়ের ব্যাটিং কিংবা বোলিং ব্যর্থতার থেকেও চেন্নাইয়ের হারের কারণ হিসেবে শেহওয়াগ কাঠগড়ায় তুলছেন নেতৃত্বকেই। একটি সংবাদমাধ্যমকে শেহওয়াগ বলেন, অম্বতি রায়ডুর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলা তুষার দেশপাণ্ডেকে সঠিকভাবে ব্যবহার করতে পারেননি ধোনি (MS Dhoni)। প্রাক্তন ওপেনার মনে করেন, ইনিংসের মাঝের দিকে মঈন আলিকে দিয়ে একটা ওভার করানো উচিত ছিল ধোনির।

Advertisement

[আরও পড়ুন: অর্শদীপের সেলিব্রেশন নিয়ে কটাক্ষ পাকিস্তানি সমর্থকের, মোক্ষম জবাব দিলেন ভারতীয়রা]

বীরুর কথায়, “মাঝের দিকে মঈন আলিকে একটা ওভার দিলে তুষারকে প্রয়োজন ছিল না। তাতে দলকে ভুগতেই হল। ধোনির থেকে এধরনের ভুল প্রত্যাশিত নয়। একজন ডানহাতি যখন ব্যাট করছেন, তখন অফ স্পিনারের হাতে বল তুলে দেওয়া তো যায় না।” উল্লেখ্য, ৪ ওভারে একটি উইকেট নিয়ে ৫১ রান দেন তুষার। যা গিলদের জয়ের পথ আরও সহজ করে দিয়েছিল।

ধোনির হাত ধরেই চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। অথচ নিজের শেষ আইপিএল মরশুমে তাঁর অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন উঠে গেল। এবার দেখার আগামী দিনে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই আরও একবার নিন্দুকদের ধোনি জবাব দিতে পারেন কি না।

[আরও পড়ুন: শক্তিগড়ে হত্যাকাণ্ড: ছিল এক গাড়িতেই, শুটআউটের আগেই দ্রুত নেমে ভিড়ে মেশে ‘ফেরার’ লতিফ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement