Advertisement
Advertisement
Virat Kohli

বিরাটের রনজি প্রত্যাবর্তনে বাড়ল নিরাপত্তা, টিভিতে ম্যাচ দেখতে পাবেন না ভক্তরা!

দীর্ঘ ১২ বছর পর রনজি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি।

Security beefed up for Virat Kohli's return in Ranji Trophy

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 28, 2025 9:20 am
  • Updated:January 28, 2025 9:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১২ বছর পর রনজি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি। সেকারণেই দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। খেলার প্রথম দিনেই অন্তত ১০ হাজার দর্শক স্টেডিয়ামে আসতে পারেন বলে অনুমান। বিরাট ভিড় সামলাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে দিল্লির ক্রিকেট সংস্থা। তবে এই ম্যাচটি হয়তো টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে না।

আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রনজি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়েজের বিরুদ্ধে নামবেন বিরাটরা। তবে ঘরোয়া ক্রিকেট হলেও কিং কোহলিকে দেখতে উদগ্রীব ক্রিকেটপ্রেমীরা। রনজি ম্যাচেও স্টেডিয়ামের দর্শকাসন ভরে যেতে পারে বলে অনুমান ডিডিসিএর। সেকারণেই ম্যাচ চলাকালীন আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা রাখতে চাইছেন কর্তারা। ইতিমধ্যেই এই মর্মে বিশেষ চিঠি দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে।

Advertisement

ডিডিসিএ সেক্রেটারি অশোক শর্মা জানিয়েছেন, সাধারণত রনজি ম্যাচে ১০ থেকে ১২ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। কিন্তু বিরাট খেললে এই ম্যাচের গুরুত্বই পালটে যাবে। তাই নিরাপত্তা বাড়ানো হচ্ছে। দিল্লি পুলিশকেও বাড়তি নিরাপত্তার বিষয়টি জানানো হয়েছে। রনজি ট্রফিতে অরুণ জেটলি স্টেডিয়ামের একটি স্ট্যান্ড দর্শকদের জন্য রাখা হয়। বিনামূল্যেই তাঁরা খেলা দেখতে আসেন। কিন্তু এই ম্যাচের জন্য খোলা হচ্ছে তিনটি স্ট্যান্ড। ৮ থেকে ১০ হাজার দর্শক খেলা দেখতে আসবেন বলে অনুমান।

কিন্তু ঘরে বসে টিভির পর্দায় হয়তো এই ম্যাচ দেখা যাবে না। বিসিসিআই সূত্রে খবর, গ্রুপ পর্বের তিনটি ম্যাচ সরাসরি সম্প্রচার হবে। কর্নাটক বনাম হরিয়ানা, বাংলা বনাম পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর বনাম বরোদা- এই তিনটি ম্যাচ সম্ভবত দেখা যাবে টিভিতে। প্রাথমিকভাবে দিল্লির এই ম্যাচ সরাসরি দেখানোর কথা ছিল না। শেষ মুহূর্তে সম্প্রচারের ব্যবস্থা করতে গেলে সমস্যায় পড়তে হবে বিসিসিআইকে। তবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement