Advertisement
Advertisement

Breaking News

SCO Summit

ফের শুরু হবে ভারত-পাক ক্রিকেট? SCO বৈঠক থেকেই শুরু আলোচনা!

পাকিস্তানের তরফে দীর্ঘদিন ধরেই দুদেশের মধ্যে ক্রিকেট চালুর চেষ্টা করা হচ্ছে।

SCO Summit: foreign ministers of Pakistan and India have discussed cricket diplomacy
Published by: Subhajit Mandal
  • Posted:October 16, 2024 8:39 pm
  • Updated:October 16, 2024 8:39 pm  

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: অবশেষে কি একযুগের প্রতীক্ষার অবসান হতে চলেছে? ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হতে চলেছে? খুব ক্ষীণ হলেও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করা নিয়ে প্রাথমিক স্তরে একটা আলোচনা নাকি হয়েছে দুদেশের বিদেশমন্ত্রীর মধ্যে।

বর্তমানে SCO শীর্ষ বৈঠকে যোগ দিতে ইসলামাবাদে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেখানেই পাক বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে প্রাথমিকভাবে দুদেশের মধ্যে ক্রিকেট চালু করা নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি প্রথম সারির পাক সংবাদমাধ্যম জিও নিউজের। ওই পাক সংবাদমাধ্যমের দাবি, জয়শংকর এবং ইশাক দারের মধ্যে বেসরকারিভাবে যে আলোচনার সূত্রপাত হয়েছে, আগামী দিনে সরকারি স্তরে সেই আলোচনা এগিয়ে নিতে চায় দুদেশ।

Advertisement

শেষবার ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২-১৩ সালে। তার পর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে নামলেও আর কোনও সিরিজ হয়নি। ২০১২-১৩ সালের সেই সফরে একদিনের ম্যাচের সিরিজে জয় পেয়েছিল মিসবা-উল-হকের দল। ড্র হয়েছিল টি-টোয়েন্টি সিরিজ। যদিও মুম্বইয়ের তাজ হামলার পর থেকে ভারত প্রতিবেশী দেশে যায়নি। এমনকি পাকিস্তানে আইসিসি প্রতিযোগিতা খেলতেও নারাজ বিসিসিআই। সম্প্রতি এশিয়া কাপের ভেন্যু বদল করতে হয়েছে সেই কারণে। এমনকী, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত পাকিস্তানে খেলতে যাবে, এমন কোনও ইঙ্গিত এখনও মেলেনি।

তবে পাকিস্তানের তরফে দীর্ঘদিন ধরেই দুদেশের মধ্যে ক্রিকেট চালুর চেষ্টা করা হচ্ছে। পাক ক্রিকেট বোর্ড একাধিকবার আগ্রহও দেখিয়েছে। কিন্তু বিসিসিআইয়ের তরফে সেভাবে আগ্রহ দেখানো হয়নি। শেষ পর্যন্ত আদৌ দুদেশের মধ্যে ক্রিকেট শুরু হয় কিনা, সেটা সময় বলবে। তবে পাক সংবাদমাধ্যমের খবর সত্যি হলে দুদেশের মধ্যে ক্রিকেট চালু নিয়ে আলোচনার সূত্রপাতটা হয়ে গেল SCO সামিট থেকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement