স্টাফ রিপোর্টার: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক হিসাবে বিরাট কোহলির রেকর্ড যতটাই খারাপ, ঠিক ততটাই ভাল ভারত অধিনায়কের জার্সিতে। ভারতেরই এক প্রাক্তন অধিনায়কের মতে, আইপিএলে অধিনায়ক বিরাটের রেকর্ড দেখে ভারত অধিনায়ক তুলনা করা আদৌ উচিত নয়।
তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়, মঙ্গলবার শহরে এক অনুষ্ঠানে বলে দিলেন, “ভারতের হয়ে কোহলি যথেষ্ট ভাল অধিনায়কত্ব করছে। আইপিএলে বিরাটের ক্যাপ্টেন্সি রেকর্ড দেখে অধিনায়ক হিসাবে ওর মূল্যায়ন করা একেবারেই উচিত নয়। ভারতীয় দলে রোহিত শর্মাকে সহ-অধিনায়ক হিসাবে পাচ্ছে। তা ছাড়া মহেন্দ্র সিং ধোনি রয়েছে। সাপোর্টটা পাবে।”অধিনায়ক কোহলি ছেড়ে সৌরভ এরপর ঢোকেন বিশ্বকাপে বিরাটের দল প্রসঙ্গে। বিশ্বকাপে এবার হার্দিক পান্ডিয়ার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন সৌরভ। এদিন বললেন, “হার্দিক দুর্দান্ত ফর্মে রয়েছে। ওর অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভারতের অনেক কিছু নির্ভর করবে। হার্দিক যত ভাল খেলবে ভারতের কাপ জেতার সুযোগও তত বাড়বে।”
বিশ্বকাপে সৌরভের চার সম্ভাব্য সেমিফাইনালিস্ট হল; ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। বলছিলেন, “ইংল্যান্ডের মাঠে আইসিসি টুর্নামেন্টে দুর্দান্ত রেকর্ড পাকিস্তানের। দু’বছর আগেই ওই দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ওরা। ২০০৯-তে টি-২০ বিশ্বকাপ জিতেছে। পাকিস্তান সবসময় ইংল্যান্ডে ভাল খেলে। সেদিনই তো ওয়ান ডে সিরিজের ম্যাচে ইংল্যান্ড ৩৭৪ তুলেছিল। পাকিস্তান মাত্র ১২ রানে হেরেছে। ইংল্যান্ডের মাটিতে ওরা ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছে। কারণ ওদের বোলিং আক্রমণ খুব ভাল।” আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সৌরভের মন্তব্য, “এই ম্যাচটার অতীত রেকর্ডে আমি খুব একটা বিশ্বাসী নই। জিততে হলে সেই নির্দিষ্ট ম্যাচের দিনটায় তোমাকে ভাল খেলতে হবে। ভারত খুব ভাল টিম। যে দলের টপ অর্ডারে কোহলি, রোহিত, শিখরের মতো ব্যাটসম্যান রয়েছে তাদের কেউ দুর্বল বলতে পারে না। ভারতকে হারানো খুব কঠিন হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.