Advertisement
Advertisement

Breaking News

Ranji Trophy

রনজি ফাইনালে অ্যাডভান্টেজ সৌরাষ্ট্র, বাংলার রান টপকে গেল উনাদকাটের দল

সরাসরি ম্যাচ জেতা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই বাংলার সামনে।

Saurashtra gets advantage on Bengal in Ranji Trophy final । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 17, 2023 2:15 pm
  • Updated:February 17, 2023 2:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার (Bengal) রান টপকে গেল সৌরাষ্ট্র (Saurashtra)। প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের রান ছিল দু’ উইকেটে ৮১ রান। দ্বিতীয় দিনে ম্যাচের রাশ হাতে তুলে নিতে হলে উইকেট তুলে সৌরাষ্ট্রকে চাপে রাখতে হত।

ওপেনার হার্ভিক দেশাইকে (৫০) ফেরান মুকেশ কুমার। সৌরাষ্ট্রের রান তখন ৩ উইকেটে ১০১। স্কোর বোর্ডে আরও আট রান যোগ হওয়ার পরে ফেরেন চেতন সাকারিয়া (৮)। দ্রুত দুই উইকেট বাংলা তুলে নেওয়ার পরে মনে হচ্ছিল কিছু একটা হলেও হতে পারে। প্রথম দিনের শেষে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি ইঙ্গিত দিয়েছিলেন ১৭৪ রানে আউট হওয়ার পরেও তাঁরা হাল ছাড়বেন না। লড়াই চালিয়ে যাবে বাংলা।

Advertisement

[আরও পড়ুন: পৃথ্বী শ’র সঙ্গে ‘দুর্ব্যবহার’ করা তন্বী আসলে কে? জানলে চমকে যাবেন]

কিন্তু চার উইকেটে ১০৯-এর পর সৌরাষ্ট্রের ব্যাটাররা খেলাটা ধরে নেন। শোলডন জ্যাকসন ও অর্পিত রুখে দাঁড়ান। ৯৫ রানের পার্টনারিশপ গড়েন। আর এই পার্টনারশিপের জন্য সৌরাষ্ট্র বাংলার প্রথম ইনিংসের রান টপকে যায়। জ্যাকসনকে (৫৯) ফেরান ঈশান পোড়েল। জ্যাকসন যখন আউট হন তখন সৌরাষ্ট্রের রান ২০৪।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সৌরাষ্ট্রের রান ৫ উইকেটে ২৩৮। ক্রিজে রয়েছেন অর্পিত ও চিরাগ জানি। সৌরাষ্ট্র ৬৪ রানের লিড নিয়েছে। ফলে বাংলার কাজ আরও কঠিন হয়ে গেল। আর ম্যাচের গতিপ্রকৃতি এখন যা তাতে বলে দেওয়াই যায় অ্যাডভান্টেজ সৌরাষ্ট্র।

বাংলার লক্ষ্য হওয়া উচিত যত দ্রুত সম্ভব সৌরাষ্ট্রর ব্যাটারদের ফিরিয়ে দেওয়া। তার পরে দ্বিতীয় ইনিংসে বড় রান তুলে সৌরাষ্ট্রকে চাপ ফেলতে হবে। আর দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র যখন রান তাড়া করতে নামবে, তখন বাংলার দেওয়া টার্গেটের আগেই মুড়িয়ে দিতে হবে জয়দেব উনাদকাটদের। রনজি ট্রফি চ্যাম্পিয়ন হতে হলে সরাসরি ম্যাচ জেতা ছাড়া আর কোনও উপায় নেই বাংলার।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement