Advertisement
Advertisement

Breaking News

IPL

আকাশছোঁয়া বিনিয়োগ, আইপিএল-এর দিকে নজর সৌদি আরবের

বোর্ড অবশ্য এখনও এবিষয়ে কোনও মন্তব্য করেনি।

Saudi Arabia has expressed interest in buying a multibillion-dollar stake in IPL । Sangbad Pratidin

Published by: Krishanu Mazumder
  • Posted:November 4, 2023 9:55 am
  • Updated:March 13, 2024 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের তারকা ফুটবলারদের নতুন ঠিকানা এখন সৌদি আরব। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে নেইমার, মধ্য প্রাচ্যের এই দেশে তারকারা তাঁদের ফুটবল দক্ষতা দেখাচ্ছেন। সৌদির ফুটবল লিগ জনপ্রিয়তা অর্জন করছে।
এবার আইপিএল-এর (IPL) দিকে নজর সৌদি আরবের। মেগা এই টুর্নামেন্টে টাকা ঢালতে চান সৌদি আরবের (Saudi Arabia) রাজপুত্র প্রিন্স মহম্মদ বিন সলমন। বিশ্বের বিভিন্ন দেশে আইপিএলও ছড়িয়ে দিতে চায় সৌদি আরব। 

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ইডেন ম্যাচের আগে দুঃসংবাদ, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া]

আইপিএলের একটা বড় অংশের অংশীদারত্ব কিনতে চায় সৌদি সরকার। সংবাদ সংস্থার তরফে খবর, সৌদি সরকার পাঁচশো কোটি ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। আইপিএলকে হোল্ডিং কোম্পানিতে পরিণত করতে চাইছে সৌদি সরকার। এব্যাপারে ভারত সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন সৌদির রাজপুত্রের উপদেষ্টারা, এমন খবরই ছড়িয়েছে।
তবে সৌদি সরকারের এমন ইচ্ছাপ্রকাশের প্রেক্ষিতে অবশ্য কোনও মন্তব্য করেনি বিসিসিআই। আইপিএল বোর্ডের লাভজনক একটা টুর্নামেন্ট। এই মেগা টুর্নামেন্টের আয়োজন করে প্রচুর টাকা আয় হয় বোর্ডের কোষাগারে। সেই লাভজনক প্রতিযোগিতা সৌদি আরবের হাতে কি তুলে দেবে বোর্ড? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে।

Advertisement

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ‘বিরাট’ মহারণের আগে শহরের বিখ্যাত জাপানি রেস্তরাঁয় দক্ষিণ আফ্রিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement