Advertisement
Advertisement

আইসিসির চেয়ারম্যান পদ থেকে সরছেন না শশাঙ্ক মনোহর

শুক্রবার নিজেই সেকথা জানিয়েছেন।

Sasank Manohar retracts decision to quit ICC chairman’s post
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 24, 2017 12:42 pm
  • Updated:December 28, 2019 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদত্যাগ করার আটদিনের মধ্যেই নিজের সিদ্ধান্ত বদল করলেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। শুক্রবার আইসিসি-র তরফ থেকে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান হয়। তারপরেই নিজের সিদ্ধান্ত বদল করলেন মনোহর। আইসিসির তরফ থেকে জানান হয়েছে, সদস্যদের অনুরোধ করেন মনোহরকে তাঁর ইস্তফাপত্র ফিরিয়ে নিতে। অন্তত আইসিসি-র সাংগঠনিক এবং আর্থিক সংস্কারের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে চেয়ারম্যান পদে থেকে যাওয়ার জন্য অনুরোধ করা হয়।

[গোড়ালি জলও কাঁধে চেপে পেরোলেন এই আধিকারিক, ভাইরাল ভিডিও]

এক বিবৃতিতে এই প্রসঙ্গে মনোহর জানান, ‘আইসিসির সদস্যদের আবেগকে আমি সম্মান করি। বিশেষ করে তাঁরা যেভাবে আমার প্রতি বিশ্বাস রেখেছেন। ব্যক্তিগত কারণেই আমি এই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছিলাম। আপাতত আমি চেয়ারম্যান পদেই থাকব। সংস্থার অন্যান্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করব। আমার মূল লক্ষ্যই হল সংস্থায় স্বচ্ছতা বজায় রাখা।’

Advertisement

[ভুঁড়িওয়ালা পুলিশ মামলায় হলফনামা তলব হাই কোর্টের]

এর আগে ৫৯ বছর বয়সি মনোহর জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের রায়ের জন্য নয় ব্যক্তিগত কারণেই আইসিসি-র চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। এদিন শশাঙ্ক মনোহরের আইসিসির চেয়ারম্যান পদে থেকে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পিভার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান। তাঁদের দু’জনের মতেই, আইসিসির অভ্যন্তরে স্বচ্ছতা আনতে শশাঙ্ক মনোহর একদম উপযুক্ত লোক। আমরা সবাই ওনার সঙ্গে সহযোগিতা করব।

[‘ইসলামোফোবিয়া’ রুখতে নয়া পদক্ষেপ কানাডার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement