Advertisement
Advertisement
BCCI

ভালো পারফরম্যান্সের পুরস্কার, কেন্দ্রীয় চুক্তিতে এলেন সরফরাজ-ধ্রুব

শ্রেয়স-ঈশানকে কেন্দ্রীয় চুক্তিতে ফেরানো হল না।

Sarfaraz Khan, Dhruv Jurel awarded with central contracts by BCCI

পারফরম্যান্সের মূল্য পেলেন দুই তরুণ। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 19, 2024 9:36 am
  • Updated:March 19, 2024 9:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্সের পুরস্কার। কেন্দ্রীয় চুক্তিতে ঢুকে পড়লেন সরফরাজ খান (Sarfaraz Khan) ও ধ্রুব জুরেল (Dhruv Jurel)। কয়েক সপ্তাহ আগেই কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছিল বিসিসিআই (BCCI)। সেখানে স্পষ্ট উল্লেখ করা ছিল যে, তিনটি টেস্ট খেলতে পারলেই দুই তরুণকে কেন্দ্রীয় চুক্তির আওতায় নিয়ে আসা হবে। আর সেটাই হল। অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ের পর টিম ইন্ডিয়ার (Team India) এই পুরস্কার দেওয়া হল।

সরফরাজ খান এবং ধ্রুব জুরেলকে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তির গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গ্রেডে বার্ষিক এক কোটি টাকা রিটেনারশিপ ফি সহ, চলতি মরশুমে তিনটি টেস্ট খেলার মানদণ্ড পূরণ করতে হবে। সরফরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টে তিনটি হাফ সেঞ্চুরি করেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ‘মিডিয়া সবসময় আমাকে খুঁজে বেড়ায়!’, আরসিবিতে যোগ দিয়েই খোঁচা দিলেন কোহলি]

আর আগ্রার ধ্রুব জুরেল রাঁচি টেস্টে ৯০ এবং অপরাজিত ৩৯ রান করে দলকে জেতান। তিনি রাঁচিতে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছিলেন। এই দুই তারকার নাম কেন্দ্রীয় চুক্তির অনুমোদন এজেন্ডায় ছিল এবং উভয়ই পেয়ে গেলেন কেন্দ্রীয় চুক্তি।

যদিও শ্রেয়স আইয়ার ও ঈশান কিশানকে কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে ফেরানো হল না। ‘শৃঙ্খলাজনিত’ কারণে বাদ পড়েছিলেন শ্রেয়স ও ঈশান। দ্বিতীয় জনের দ্রুত ফেরার সম্ভাবনা নেই। তবে শ্রেয়সকে নিয়ে ক্রমশ নরম হচ্ছে ভারতীয় বোর্ড। যদিও অ্যাপেক্স কাউন্সিলের সভায় চুক্তির তালিকায় নতুন দুই নাম যোগ হলেও তাতে নেই শ্রেয়স।

[আরও পড়ুন: ‘গড়ো বা ভেঙে ফেল, এই ফ্র্যাঞ্চাইজি তোমারই’, আইপিএলের আগে গম্ভীরকে পরামর্শ শাহরুখের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement