সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আইপিএলে অভিষেক হয়েছে অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)। সেই সঙ্গে টুর্নামেন্টে ইতিহাসও গড়েছেন। বাবা ও ছেলে দু’জনেই আইপিএল খেলেছেন, এমন নজির এই টুর্নামেন্টে দেখা যায়নি। তবে অভিষেক ম্যাচে একটিও উইকেট পাননি শচীনপুত্র (Sachin Tendulkar)। ম্যাচের শেষে একটি মজার পরিসংখ্যান শেয়ার করেছেন অর্জুনের দিদি সারা তেণ্ডুলকর (Sara Tendulkar)।
ব্যাটার হিসাবে অসংখ্য নজিরের মালিক শচীন। কিন্তু বেশ কয়েকবার বোলিং করতেও দেখা গিয়েছে ক্রিকেট ঈশ্বরকে। আইপিএলের (IPL) দ্বিতীয় সংস্করণে প্রথমবার বল করেন শচীন। ২০০৯ সালে কেকেআরের (KKR) বিরুদ্ধেই সেই ম্যাচ খেলছিল মুম্বই ইন্ডিয়ান্স। বল করতে এসে নিজের প্রথম ওভারে ৫ রান দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেই ম্যাচে মাত্র দু’ওভার বল করে ১১ রান দেন শচীন।
১৪ বছর পরে ইতিহাস একই ভাবে ফিরে এল আইপিএলে। বোলার হিসাবে নিজের প্রথম ওভারে ৫ রান দিলেন শচীনপুত্র অর্জুনও। সেই একই প্রতিপক্ষ কেকেআরের বিরুদ্ধে। বাবার মতোই বোলার হিসাবে প্রথম ম্যাচে দু’ওভার বল করেছেন অর্জুনও। তবে দুই ওভারে মোট ১৭ রান দিয়েছেন তিনি। অভিষেক ম্যাচের পর নানা মহল থেকে শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন অর্জুন। তার মধ্যেই বাবা ও ভাইয়ের অবিকল একই রকম পরিসংখ্যানের কথা তুলে ধরলেন শচীনকন্যা সারা।
প্রায় তিন মরশুম ধরে মুম্বই স্কোয়্যাডে থাকার পর আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন অর্জুন। তাঁকে দিয়েই বোলিং ওপেন করে মুম্বই ইন্ডিয়ান্স। তবে সেভাবে ছাপ ফেলতে পারেননি শচীনপুত্র। চার ওভারের কোটাও পূরণ করতে পারেননি। তবে দিনের শেষে কেকেআরকে উড়িয়ে দিয়ে ম্যাচ জিতেছে মুম্বই (Mumbai Indians)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.