সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর সঙ্গে শুভমান গিলের সম্পর্ক নিয়ে চর্চা চলে বছরভর। প্রকাশ্যে একসঙ্গে দেখা না গেলেও, তাঁদের সম্পর্ক নিয়ে চলে গুঞ্জন। সেই জল্পনা আরও খানিকটা বাড়িয়ে দিলেন সারা তেণ্ডুলকর। বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট দেখতে ব্রিসবেনে পাড়ি দিলেন শচীনকন্যা।
Sara Tendulkar Is There to Support Team India. pic.twitter.com/k7iUbTMsSG
— Ahmed Says (@AhmedGT_) December 14, 2024
বর্ডার-গাভাসকর ট্রফির ফলাফল আপাতত ১-১। গাব্বায় যে দল জিতবে, ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে যাবে তারা। টানটান উত্তেজনার টেস্ট দেখতে ব্রিসবেনে পৌঁছে যান সারা। শনিবার খেলা শুরু হতেই দেখা গেল, স্ট্যান্ড থেকে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটাচ্ছেন সারা। তাঁর সঙ্গে একই স্ট্যান্ডে হাজির ছিলেন প্রাক্তন ক্রিকেটার জাহির খান এবং হরভজন সিং। তাঁরা সকলকেই দেখা যায়, গলা ফাটাচ্ছেন রোহিত শর্মাদের জন্য। এদিন খেলা দেখতে ব্রিসবেনে হাজির ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও।
তবে গ্যালারিতে থাকা সারাকে নিয়েই শুরু হয় জোর চর্চা। গাব্বার মাঠে নীল পোশাক পরে সারার ছবি ভাইরাল হয়। তারপর থেকেই নেটিজেনদের একাংশের দাবি, শুভমানের জন্যই হয়তো ব্রিসবেনে গিয়েছেন সারা। অনেকে আবার বলেন, সারাকে সাধারণত পরিবারের সঙ্গেই ক্রিকেট মাঠে দেখা যায়। সম্ভবত এই প্রথমবার একাই খেলা দেখতে গেলেন শচীনকন্যা। নেটিজেনদের দাবি, ম্যাচ নয়, সারা এসেছেন কেবল গিলকে দেখতে।
কিন্তু বরুণদেবের রোষে কার্যত ভেস্তে গিয়েছে গাব্বা টেস্ট। প্রথম দিনে প্রথম সেশনে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। মধ্যাহ্নভোজের পর থেকে খেলা পুরোপুরি বন্ধ থাকে। চা পানের বিরতির সময় এসে গেলেও বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। তবে ধৈর্য্য ধরে মাঠে অপেক্ষা করছেন ভক্তরা। শেষ পর্যন্ত ব্যাটে-বলের দ্বৈরথ দেখতে পাবেন তাঁরা?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.