Advertisement
Advertisement
KL Rahul

বিতর্ক অতীত! দিল্লি ম্যাচের আগে রাহুলকে আলিঙ্গন গোয়েঙ্কার

আবারও লখনউয়ের অধিনায়কত্ব করতে নামবেন রাহুল?

IPL 2024: Sanjiv Goenka reportedly hugged KL Rahul

ছবি: সোশাল মিডিয়া

Published by: Anwesha Adhikary
  • Posted:May 14, 2024 4:13 pm
  • Updated:May 14, 2024 5:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে কেএল রাহুল-সঞ্জীব গোয়েঙ্কা ‘ধুন্ধুমারে’ ইতি। নিজের বাড়িতে ডেকে তারকা ক্রিকেটারকে জড়িয়ে ধরলেন বিখ্যাত শিল্পপতি। দুজনের মধ্যে সম্পর্কে ফাটলের যে জল্পনা ছড়িয়েছিল, তাতেও ইতি পড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

গত বুধবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের পরেই তুমুল বিতর্ক দানা বাঁধে। অধিনায়ক কেএল রাহুলকে (KL Rahul) প্রকাশ্যেই ভর্ৎসনা করতে শুরু করেন লখনউ কর্ণধার গোয়েঙ্কা। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই লখনউ দলের মালিক নেটদুনিয়ায় তীব্র কটাক্ষের শিকার হন। এমনকি অনেকে এমনটাও দাবি করেন, রাহুলের সঙ্গে চাকরের মতো আচরণ করছেন গোয়েঙ্কা (Sanjiv Goenka)।

Advertisement

[আরও পড়ুন: হার্দিক নামলেই বেরিয়ে যান রোহিত-সূর্যরা, প্রকাশ্যে মুম্বই শিবিরের ফাটল]

এহেন পরিস্থিতিতে নানা সমীকরণের কথা উঠে আসে লখনউ শিবিরে। অনেকে দাবি করেন, চলতি আইপিএলেই (IPL 2024) অধিনায়কত্ব থেকে পদত্যাগ করবেন রাহুল। আবার অনেকে বলেন, দলের পারফরম্যান্সে মোটেই খুশি নন মালিক গোয়েঙ্কা। তাই নিজে থেকেই অধিনায়ক রাহুলকে ছেঁটে ফেলতে চান। আগামী মরশুমে রাহুল লখনউ ছেড়ে অন্য কোনও দলে যোগ দিতে পারেন, সেই সম্ভাবনাও বেশ জোরাল হয়ে ওঠে। 

তবে মঙ্গলবার লখনউ (Lucknow Super Giants) বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচের আগেই যাবতীয় সমস্যা মিটেছে বলে জল্পনা। সূত্রের খবর, সোমবার নিজের বাড়িতে নৈশভোজে রাহুলকে ডেকেছিলেন গোয়েঙ্কা। সেখানেই একে অপরকে জড়িয়ে ধরেন। যাবতীয় সমস্যা সেখানেই মিটে গিয়েছে বলে অনুমান। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে দুজনের আলিঙ্গনের ছবিও। উল্লেখ্য, দুপক্ষে সমস্যা মিটে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি। মঙ্গলবার রাহুলকে আবারও লখনউয়ের অধিনায়ক হিসাবে দেখা যাবে বলেই অধিকাংশের মত। 

[আরও পড়ুন: আইপিএলে কোচিং করাবেন শাস্ত্রী? অশ্বিনের প্রশ্নের জবাবে কী বললেন রোহিতদের প্রাক্তন হেডস্যর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement