Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

‘আরও কয়েক বছর অধিনায়ক থাকতে পারত’, বিরাটের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য প্রাক্তন ব্যাটিং কোচের

২০২২ সালে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট।

Sanjay Bangar thinks Virat Kohli should have continued for longer as Test Captain
Published by: Arpan Das
  • Posted:August 26, 2024 3:59 pm
  • Updated:August 26, 2024 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি। অধিনায়ক হিসেবেও অসংখ্য টুর্নামেন্ট জিতেছেন তিনি। কিন্তু আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেননি। এখন বিরাট টিম ইন্ডিয়ার অধিনায়ক নন। টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর ওয়ানডে ও টেস্ট নেতৃত্বেও নেই তিনি। কিন্তু লাল বলের ক্রিকেটে তাঁর একটি সিদ্ধান্ত নিয়ে আজও সন্তুষ্ট নন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার।

২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সিরিজে টেস্ট নেতৃত্ব পেয়েছিলেন কোহলি। তাঁর অধিনায়কত্ব ৪০টি টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া। টেস্ট ম্যাচে জয়ী অধিনায়কের তালিকায় তাঁর সামনে আছেন গ্রেম স্মিথ (৫৩), রিকি পন্টিং (৪৮) ও স্টিভ ওয়া (৪১)। শুধু নেতৃত্বে দেওয়া নয়, সেই সময় ব্যাট হাতেও সফল কোহলি। ৫৪.৮ গড় নিয়ে তাঁর রানসংখ্যা ৫৮৬৪ রান।

Advertisement

[আরও পড়ুন: অলিম্পিকের পরে সাতগুণ বাড়ল ভিনেশের সম্পত্তি! কত সম্পদের মালকিন তারকা কুস্তিগির?]

যা নিয়ে ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেছেন, “আমার মতে বিরাট আরও কয়েক বছর টেস্ট অধিনায়ক থাকতে পারত। সম্ভবত ও ৬৫টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছে। বিরাট একটা ব্যাপারে খুব ভাবত। সেটা হল, বাইরের দেশে টেস্টে ভালো পারফর্ম করতে হবে। কারণ ভারতের মাটিতে যে দেশই আসুক না কেন, ভারতের জয়ের সম্ভাবনা ৭৫ শতাংশ।” যদিও ভারতের হয়ে ৬৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট। তার মধ্যে ৪০টি টেস্ট জিতেছিল।

[আরও পড়ুন: অবসর নিলেও ক্রিকেট থেকে ছুটি নেই! যুবরাজের ডাকে সাড়া দিয়ে ফের মাঠে গব্বর]

২০২১-র বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে সরে যান বিরাট। যদিও তার পর ওয়ানডে ক্রিকেট থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। ২০২২-র জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই টেস্টের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। সেই জায়গায় এসেছেন রোহিত শর্মা। যদিও দুজনেই টেস্টে খেলছেন। সামনের বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার লক্ষ্যেও নামবেন তাঁরা। সেই সঙ্গে বিরাটের ফিটনেসেরও প্রশংসা করেছেন বাঙ্গার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement