সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly)। খুশবন্ত সিংয়ের লেখা ‘The End of India’ বইটি থেকে একটি উদ্ধৃতি তুলে ধরে সানা বোঝাতে চাইলেন, মোদি সরকারের আমলে আমরা কেউ নিরাপদ নই। মুসলিমদের পর আক্রান্ত হবে হিন্দুরাও। একই সঙ্গে মোদি সরকারকে ফ্যাসিস্ট শক্তির সঙ্গেও তুলনা করেছেন সৌরভ-কন্যা।
BCCI President @SGanguly99‘s daughter Sana Ganguly just won my heart by this post. Incredible maturity from an 18 year old. pic.twitter.com/wQN5eyfY6G
— Aparna (@chhuti_is) December 17, 2019
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বিক্ষোভ-প্রতিবাদে আম আদমির জীবনযাত্রা বিপর্যস্ত। সোশ্যাল মিডিয়াতেও চলছে আলোচনা-সমালোচনার বাহার। সিনেমা জগতের প্রথম সারির তারকা থেকে শুরু করে প্রথম সারির ক্রীড়া ব্যক্তিত্বরা নিজেদের এই ইস্যু থেকে দূরে সরিয়ে রাখারই চেষ্টা করছেন। কেউই প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না এই বিতর্কিত আইন নিয়ে। তবে, সৌরভ কন্যা কোনও রাখঢাক না করেই প্রকাশ্যে মুখ খুললেন। খুশবন্ত সিংয়ের ওই বিখ্যাত উদ্ধৃতিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন সানা। কিছুক্ষণ পরেই অবশ্য তা ডিলিট করে দেন তিনি। তবে, এরই মধ্যে ওই পোস্টটি ভাইরাল হয়ে যায়।
খুশবন্ত সিংয়ের উদ্ধৃতির মাধ্যমে সানা আসলে বলতে চেয়েছেন, মোদির নতুন ভারতে কেউ নিরাপদ নয়। উদ্ধৃতিটিতে বলা হয়েছে, “প্রত্যেক ফ্যাসিস্ট শক্তিই প্রথমে কোনও একটি জাতি বা সংগঠনের প্রতি ভীতির সৃষ্টি করে। এটা একট জাতি বা সংগঠন দিয়ে শুরু হলেও, এখানেই থেমে থাকে না। আজ যাঁরা ভাবছেন, আমরা তো এদেশের হিন্দু আমাদের আবার কী বিপদ? যা সব সমস্যা তাতো মুসলিমদের। তাঁদেরও বিপদ আসবে। মোটেও ভাববেন না আপনি বেঁচে গিয়েছেন। সঙ্ঘপরিবার ইতিমধ্যেই বাম মনস্ক ইতিহাসবিদদের টার্গেট করা শুরু করেছে। এর পর হয়তো যে সব মেয়েরা স্কার্ট পরে তাঁদের উপর ওদের ঘৃণা আছড়ে পড়বে। যাঁরা মাংস খায়, যাঁরা মদ্যপান করে, তাঁদের সবাইকে টার্গেট করা হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.