Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli and Sam Konstas

সেয়ানে-সেয়ানে টক্কর শেষে শান্তির বার্তা! ‘মাটির মানুষ’ বিরাট-দর্শনে গলে জল ‘ভক্ত’ কনস্টাস

কোহলির থেকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও পেয়েছেন বলে জানান কনস্টাস।

Sam Konstas says Virat Kohli is 'down to earth' and gets wishes even after shoulder bump controversy
Published by: Arpan Das
  • Posted:January 8, 2025 2:11 pm
  • Updated:January 8, 2025 2:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্ন টেস্ট শুরু হয়েছিল কাঁধে-কাঁধে টক্কর দিয়ে। আর দিনের শেষ বিরাটের সঙ্গে কথা বলতে পেরে বাকরুদ্ধ অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাস। শুধু ‘কিংবদন্তি’ বলেই ক্ষান্ত হননি, বরং ‘মাটির মানুষ’ বিরাট কোহলিকে দেখে মুগ্ধ অজি ব্যাটার। এমনকী মেলবোর্নে বিরাটের থেকে শুভেচ্ছাবার্তাও পান তিনি।

বক্সিং ডে টেস্টের প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই কনস্টাস বিবাদে জড়ান তাঁর ‘প্রিয়’ ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে। ওভার শেষে ক্রিজের এপার থেকে ওপারে যাচ্ছিলেন কোহলি। দুই অজি ব্যাটারও আসছিলেন নিজেদের মধ্যে কথা বলতে। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। দুজনের মধ্যে কথা কাটাকাটিও হয়। যদিও উসমান খোয়াজা এবং আম্পায়ারদের হস্তক্ষেপে বিষয়টি বেশিদূর এগোয়নি।

Advertisement

যদিও এখন কনস্টাসের বক্তব্য, ম্যাচের পর দুজনে কথাবার্তা হয়। সেখানে বিরাট তাঁকে শুভেচ্ছা জানান। বিরাটকে ‘মাটির মানুষ’ বলেও মনে করছেন কনস্টাস। ১৯ বছর বয়সি কনস্টাস বলছেন, “ম্যাচের পর আমি বিরাটের সঙ্গে কিছুক্ষণ কথা বলি। ওকে যে আমি আদর্শ বলে মনে করি, সেটাও জানাই। ওর বিরুদ্ধে খেলতে পারা আমার কাছে অত্যন্ত গর্বের। আমার মনে হয়েছে, ও একেবারে মাটির মানুষ। আমাকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছে। বিরাট এতটাই ভালো মানুষ। ছোটবেলা থেকে ওকে আদর্শ বলে মনে করেছি। বিরাট ক্রিকেটের কিংবদন্তি।”

কোহলিকে নিয়ে তিনি নিজে যেমন মুগ্ধ, তেমনই চোখ কপালে উঠেছিল ভারতীয়দের বিরাট-বন্দনায়। তিনি বলেন, “মাঠে ওকে প্রথম ব্যাট করতে দেখে চমকে গিয়েছিলাম। বিশ্বাসই হচ্ছিল না বিরাটকে ব্যাট করতে দেখছি। ওর উপস্থিতিই এতটা জোরালো। ভারতীয় সমর্থকরা ওর নাম ধরে স্লোগান দিচ্ছিল। সেটা একেবারে অবিশ্বাস্য মুহূর্ত ছিল।”

মেলবোর্নেই অভিষেক হতেই নজর কাড়েন কনস্টাস। অস্ট্রেলিয়ার পরবর্তী সিরিজে যে তিনি সুযোগ পাবেন, সেই কথা বলাই যায়। তার জন্য বিরাটের শুভেচ্ছা পেয়েছেন তিনি। কনস্টাস বলছেন, “ও খুব বড় মনের মানুষ। আমাকে শুভেচ্ছা জানিয়েছে। বিরাট এটাও বলেছে, শ্রীলঙ্কা সিরিজে আমি অস্ট্রেলিয়া দলে সুযোগ পেলে ও খুব খুশি হবে। আমার গোটা পরিবারই বিরাটের ভক্ত।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement