স্যাম কুরান ও ফ্যাফ ডু প্লেসিস।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ইডেনে কলকাতার (Kolkata Knight Riders) কাছে মাত্র ১ রানে হেরেছে আরসিবি (Royal Challengers Bengaluru)। পয়েন্ট তালিকায় সবার নিচে পড়ে আছে ফ্যাফ ডু প্লেসিসের (Faf Du Plessis) দল। তাদের ঠিক উপরেই আছে পাঞ্জাব কিংস। একই দিনে তারা হেরেছে গুজরাটের (Gujarat Titans) কাছে। তার উপর নতুন সমস্যায় জড়ালেন পাঞ্জাব (Punjab Kings) অধিনায়ক স্যাম কুরান (Sam Curran)। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ করায় বড়সড় জরিমানার মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। অন্যদিকে বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফকেও শাস্তির মুখে পড়তে হবে।
রবিবার ডবল হেডারের দ্বিতীয় ম্যাচটি ছিল পাঞ্জাবের মুল্লানপুরে (IPL 2024)। যেখানে স্যাম কুরানের দলকে অনায়াসে হারিয়েছে গুজরাট টাইটান্স। যদিও কুরান দলের অস্থায়ী অধিনায়ক, তবু বড় শাস্তি পেতে হবে তাঁকে। কুরানের বিরুদ্ধে আইপিএলের আচরণবিধির লেভেল-ওয়ান পর্যায়ের অপরাধে অভিযোগ উঠেছে। যার ২.৮ ধারা ভেঙেছেন কুরান। আম্পায়ারের বিরুদ্ধে ক্ষোভ দেখানো, তর্ক করা, আউট হয়ে মাঠ ছাড়তে দেরি করা ইত্যাদি কারণে অভিযুক্ত তিনি। যদিও ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার অপরাধ স্বীকার করে নেওয়ায় আলাদা করে তাঁকে ডাকা হয়নি। ম্যাচ রেফারির সিদ্ধান্ত অনুযায়ী তাঁর ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া হয়।
অন্যদিকে নাইটদের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি বেঙ্গালুরু। যে কারণে স্লো ওভার রেটের জন্য শাস্তি পেতে হচ্ছে ফ্যাফকে। আইপিএলের আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১২ লক্ষ টাকা জরিমানা গুনতে হবে তাঁকে। তবে এই প্রথমবার মন্থর ওভার রেটের অভিযোগ উঠল ফ্যাফের বিরুদ্ধে। তাই আপাতত আর্থিক জরিমানাই দিতে হবে তাঁকে। পরবর্তীতে একই ভুল করলে আরও বড় শাস্তি পেতে হবে বেঙ্গালুরু অধিনায়ককে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.