ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারভিউ পর্ব মিটেছে বহুদিন আগেই। নিয়োগ হওয়াটাও প্রায় চূড়ান্ত। কিন্তু ভারতীয় দলের কোচের পদে এখনও ঘোষণা হয়নি গৌতম গম্ভীরের নাম। অথচ সপ্তাহ তিনেক বাদেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। প্রশ্ন হল, কেন নাম ঘোষণা হচ্ছে না গম্ভীরের।
প্রথমে শোনা গিয়েছিল, বিশ্বকাপের মাঝেই কোচ হিসাবে গম্ভীরের (Gautam Gambhir) নাম ঘোষণা করা হবে। পরে জানা যায়, বিসিসিআই বিশ্বকাপ পর্ব মিটে যাওয়ার পর নতুন কোচের নাম ঘোষণা করতে চাইছে। কিন্তু ভারতের বিশ্বজয়ের পরও বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। এখনও নতুন কোচের নাম ঘোষণা হয়নি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কোচ হিসাবে গম্ভীরের নাম ঘোষণা পিছিয়ে দেওয়ার কারণ তাঁর সঙ্গে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি বোর্ডের। বেতন সংক্রান্ত কিছু শর্ত নিয়ে এখনও আলোচনা চলছে।
বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কা সফরের আগেই নতুন কোচ পেয়ে যাবে টিম ইন্ডিয়া। তাছাড়া কোচ যে গম্ভীরই হবেন, তা নিয়ে সংশয়ও নেই। ইতিমধ্যেই নাকি কেকেআর মেন্টরের পদ ছেড়েছেন তিনি। নাইটভক্তদের জন্য বিদায়ী বার্তা দিতে ইডেনে বিশেষ ভিডিও শুটও করেছেন। গম্ভীরের সহকারী হিসাবে ঘোষণা করা হতে পারে ডাব্লু ভি রমণের নাম।
রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং ফিল্ডিং কোচ টি দিলীপের কাজের মেয়াদও শেষ হয়েছে। বোর্ড সূত্রের খবর, গম্ভীরের নাম কোচের পদে ঘোষণা হওয়ার পরই বাকি সহকারী কোচের সন্ধান শুরু হবে। যদিও এবার আদৌ কোনও ব্যাটিং কোচ রাখা হবে কিনা, সেটা নিয়ে সংশয় আছে। বোর্ড সূত্রের খবর, কোচিং স্টাফ বাছাই থেকে শুরু করে দল নির্বাচন সবেতেই ফ্রি হ্যান্ড দেওয়া হবে ‘জিজি’কে। তবে আপাতত বেতন সংক্রান্ত জটিলতার জেরেই পিছিয়ে যাচ্ছে তাঁর নাম ঘোষণা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.