সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রে পাশ হওয়ার বিতর্কিত কৃষি আইনকে সমর্থনের জের! এবার তীব্র অপমানের মুখে পড়তে হল মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরকে(Sachin Tendulkar)। কেরলের (Kerala) কোচিতে (Kochi) তাঁর কাট আউটে কালো রংয়ের তেল মাখানোর অভিযোগ উঠল যুব কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, শুক্রবার কেরল যুব কংগ্রেসের কয়েকজন কর্মী কৃষক আন্দোলনের সমর্থনে মিছিল বের করেন। সেখানেই তাঁদের হাতে ছিল শচীন তেণ্ডুলকরের একটি কাট-আউট। তাঁরা কাট-আউটের গায়ে কালো রংয়ের তেল মাখিয়ে দেন। এরপর নাকি সেটি ছিঁড়েও ফেলা হয়। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
Kerala: Members of Indian Youth Congress pour black oil on a cut-out of Sachin Tendulkar in Kochi, over his tweet on international personalities tweeting on #FarmLaws. pic.twitter.com/Vy2DYuDk15
— ANI (@ANI) February 5, 2021
এর আগে কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিশ্বখ্যাত পপস্টার রিহানা, কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ থেকে প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফা। টুইটারে কৃষক বিক্ষোভের প্রচার শুরু করেন তাঁরা। পরবর্তীতে তার বিরুদ্ধেই পালটা সোচ্চার হন ভারতীয় ক্রীড়াবিদ ও বিনোদুনিয়ার তারকারা। বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী, অক্ষয় কুমার, লতা মঙ্গেশকর, সুনীল শেট্টি, করণ জোহরের মতো তারকাদের পাশাপাশি শচীনও টুইট করেন। মাস্টার ব্লাস্টার টুইট করেন, ‘‘ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপস নয়। বিদেশি শক্তি দর্শক হতে পারে, দেশের কোনও ঘটনার অংশীদার নয়। ভারতীয়রা দেশকে ভাল করেই চেনেন এবং দেশের সম্পর্কে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা উচিত।’’ কিন্তু অনেকেই এরপর শচীনেরও সমালোচনা করতে শুরু করেন। তারপরই ঘটল কোচির এই ঘটনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.