Advertisement
Advertisement

Breaking News

Road Safety World Series

শচীনদের ব্যাটে ফিরল নস্ট্যালজিয়া, প্রাক্তনদের লিগে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল ইন্ডিয়া লেজেন্ডস

দেখুন শচীনের ব্যাটিংয়ের ঝলক।

Sachin Tendulkar Turns Back Clock As He Plays Lofted Shot During Road Safety World Series | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 11, 2022 9:40 am
  • Updated:September 11, 2022 9:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘড়ির কাঁটাকে যদি পিছনের দিকে ফেরানো সম্ভব হত! যদি পিছিয়ে যাওয়া যেত কয়েক বছর। পুরনো সেই দিনের কথা আবার মনে করাল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ (Road Safety World Series)। ফের ব্যাট হাতে মাঠে নামলেন শচীন তেণ্ডুলকর, যুবরাজ সিং, সুরেশ রায়না (Suresh Raina), ইউসুফ পাঠানরা। বল হাতে দেখা গেল ইরফান পাঠান, মুনাফ প্যাটেলদের।

দিন কয়েক বাদেই শুরু হচ্ছে লেজেন্ডস লিগ (Legends League)। তার ঠিক আগে আগে প্রাক্তনদের খেলতে দেখা গেল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে। ভারত সরকারের সড়ক পরিবহণ মন্ত্রকের উদ্যোগে মূলত পথ সচেতনতা বৃদ্ধির উদ্দেশে এই লিগ শুরু হয়েছে। আর তাতে খেলতে দেখা যাচ্ছে কিংবদন্তি সব ক্রিকেটারদের। শনিবার দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি তথা প্রাক্তনদের সঙ্গে ভারতের প্রাক্তনদের ম্যাচ দিয়ে লিগ শুরু হয়েছে। আর প্রথম ম্যাচেই বাজিমাত করেছে ইন্ডিয়ান লেজেন্ডস। যে দলের অধিনায়ক আবার খোদ শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)।

[আরও পড়ুন: দিনভর নাটকেও কাটল না জট! ইডেনে কি আদৌ হবে লেজেন্ডস লিগের ম্যাচ?]

শনিবার কানপুরের গ্রিন পার্কে প্রথমে ব্যাট করতে নেমে ঘড়ির কাঁটাকে যেন পিছনের দিকেই টেনে নিয়ে গিয়েছিলেন শচীনরা। ওপেন করতে নেমে মাস্টার ব্লাস্টার নিজে ১৬ রানের ইনিংস খেললেও যেভাবে দুটি বাউন্ডারি হাঁকিয়েছেন তা অনেককেই নস্ট্যালজিয়ায় ভাসিয়েছে। শচীনের সঙ্গে ওপেন করতে নামেন নমন ওঝা। তিনি করেন ২১ রান। সদ্য অবসর নেওয়া সুরেশ রায়না করেন ২২ বলে ৩৩ রান। তবে এদিন সবচেয়ে চমকপ্রদ ইনিংসটি খেলেন স্টুয়ার্ট বিনি। মাত্র ৪২ বলে ৮২ রান করেন তিনি। শেষদিকে মাত্র ১৫ বলে ৩৫ রান করেন ইউসুফ পাঠানও। ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৭ রান করে ইন্ডিয়ান লেজেন্ডস।

[আরও পড়ুন: ‘আমার থেকে বেশি প্রতিভাবান কোহলি’, অকপটে বলে দিলেন সৌরভ]

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস ধারেকাছেও যেতে পারেনি। ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৫৬ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক জন্টি রোডস। ভারতীয় কিংবদন্তিরা ৬১ রানে ম্যাচ জিতে নেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement