Advertisement
Advertisement
Sachin Tendulkar WTC Final

‘কিছুই বুঝলাম না’, WTC ফাইনালে ভারতের দল নির্বাচন নিয়ে তোপ শচীনের

অশ্বিনকে কেন খেলানো হল না? প্রশ্ন ক্ষুব্ধ শচীনের।

Sachin Tendulkar slams India team selection in WTC Final, questions Ashwin's absence | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 12, 2023 10:49 am
  • Updated:June 12, 2023 10:49 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Championship Final) হতশ্রী পারফরম্যান্সের পর টিম ইন্ডিয়াকে একহাত নিলেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। ক্রিকেটের ঈশ্বর সাফ জানালেন, ভারতের দল নির্বাচনের কিছুই বুঝতে পারেননি তিনি। রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) মতো ক্রিকেটারকে বাদ দিয়ে কী করে দল গড়া যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মাস্টার ব্লাস্টার। প্রসঙ্গত, ওভাল টেস্টের শুরু থেকেই একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ এই প্রশ্ন তুলেছেন।

ফাইনাল ম্যাচে টসে জেতার পরেই রোহিত জানান, পরিস্থিতি বিচার করেই অশ্বিনকে বাদ দেওয়া হয়েছে। টসের সময়েও তাঁকে প্রশ্ন করা হয়, বিশ্বের সেরা টেস্ট বোলারকে বাদ দেওয়া সিদ্ধান্তটা কি খুবই কঠিন নয়? টেস্টের শেষ দিন পর্যন্ত ভারতকে (India Cricket Team) ভুগিয়েছে অশ্বিনের অভাব। বাঁহাতি বোঝাই অজি ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে ব্যাপক সাফল্য পেতেন অশ্বিন, সেই বিষয়ে একমত গোটা ক্রিকেট মহল। অশ্বিনকে দলে না রাখা যে বিশাল বড় ভুল, তা বলছেন শচীন স্বয়ং।

Advertisement

[আরও পড়ুন: মহারাষ্ট্রে পুণ্যার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, ‘ঔরঙ্গজেবের শাসন’ বলে তোপ বিরোধীদের]

ফাইনাল ম্যাচের আগেই মাস্টার ব্লাস্টার বলেছিলেন, “ঘূর্ণি পিচ ছাড়াই ভাল বল করতে পারেন দক্ষ স্পিনাররা। বাতাসকে কাজে লাগিয়েই নিজের বৈচিত্র্য অনুযায়ী বল করতে পারেন তাঁরা। অজিদের প্রথম আটজন ব্যাটারের মধ্যে ৫ জনই বাঁহাতি। তাঁদের বিরুদ্ধে অশ্বিনের মতো বোলারকে অবশ্যই দলে রাখা উচিত ছিল।” প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন অশ্বিন।

অজিদের বিরুদ্ধে ভারতের আত্মসমর্পণের পরে হতাশা লুকিয়ে রাখতে পারেননি ক্রিকেট ঈশ্বর। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়ে তিনি বলেন, “প্রথম ইনিংসে ভাল ব্যাট করতে হতো ভারতকে। কিন্তু সেটা পারেনি। তবে আমি বুঝলাম না অশ্বিনকে কেন দলে রাখা হল না। বিশ্বের এক নম্বর বোলারকে বাদ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নামছে দল, এটা মেনে নেওয়া যায় না। পেস সহায়ক উইকেটে অশ্বিনের মতো স্পিনার ভাল খেলতে পারবেন না, এটা একেবারে অবিশ্বাস্য তথ্য।” 

[আরও পড়ুন: পরের WTC ফাইনাল লর্ডসে, বারবার ইংল্যান্ডেই কেন বসে মেগা ম্যাচের আসর?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement