ভারতীয় ক্রিকেটের দুই অবাধ্য শ্রেয়স আইয়ার ও ঈশান কিষানকে বার্তা শচীনের। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ না মানার ‘অবাধ্যতা’। তাতেই বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন ঈশান কিশান (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। যে মহাবিতর্ক নিয়ে উত্তাল ভারতীয় ক্রিকেট।
এবার সেই বিতর্কিত বিষয় নিয়ে মুখ খুললেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। নাহ, দুই উত্তরসূরির নাম করে কিছু বলেননি ক্রিকেটঈশ্বর। তবে তাঁর টুইট থেকে স্পষ্ট, কোন বিষয়ে বলতে চেয়েছেন তিনি। সেই টুইট, যেখানে শচীন উল্লেখ করেছেন যে জাতীয় দলের তারকারা ঘরোয়া ক্রিকেট খেললে উপকৃত হবে দু’পক্ষই।
শচীন লিখেছেন, “জাতীয় দলের ক্রিকেটাররা খেললে তরুণদের জন্য ঘরোয়া ক্রিকেটের মান অনেকটাই বেড়ে যায়। পাশাপাশি নতুন প্রতিভা চিহ্নিত করার কাজটাও সহজ হয়। আবার জাতীয় দলের ক্রিকেটাররাও ফের একবার ক্রিকেটের অ-আ-ক-খ ঝালিয়ে নেওয়ার সুযোগ পায়।” এপ্রসঙ্গে নিজের উদাহরণই দিয়েছেন শচীন, ”নিজের কেরিয়ারে আমি সবসময় মুম্বইয়ের হয়ে খেলার জন্য মুখিয়ে থাকতাম। যখন রাজ্য দলের হয়ে খেলা শুরু করি, তখন জাতীয় দলের ৭-৮ জনের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিতাম। তাঁদের সঙ্গে খেলাটা দারুণ মজার অভিজ্ঞতা ছিল।”
The Ranji Trophy semi-finals have been riveting! @MumbaiCricAssoc’s march into the finals was aided by a brilliant batting recovery, while the other semi-final hangs in the balance going into the last day – Madhya Pradesh need 90+ runs to win, Vidarbha need 4 wickets.…
— Sachin Tendulkar (@sachin_rt) March 5, 2024
তারকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে দেখা যাওয়ার আরও একটা উপকারিতার কথা উল্লেখ করেছেন শচীন। সেক্ষেত্রে এমন ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহও বাড়বে বলে মনে করছেন তিনি। লিখেছেন, ”সেরা প্লেয়াররা ঘরোয়া টুর্নামেন্ট খেললে, তাদের অনুরাগীরাও সংশ্লিষ্ট দলকে আরও বেশি সমর্থন করবে। বিসিসিআই-কে ধন্যবাদ ঘরোয়া ক্রিকেটকে এত গুরুত্ব দেওয়ার জন্য।” ঘরোয়া ক্রিকেটে শচীনের দল মুম্বই সদ্যই নিজেদের রেকর্ড ৪৮তম রনজি ট্রফি ফাইনালে উঠেছে। সেজন্য তিনি মুম্বইকে অভিনন্দনও জানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.