দীপঙ্কর মণ্ডল: সমাবর্তনের দিন কলকাতায় থাকবেন না। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়কে সাম্মানিক ডি-লিট দেওয়া যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট উপাধি নিতে রাজি হলেন না শচীন তেণ্ডুলকর। বিশ্ববিদ্যালয় কর্ত়ৃপক্ষকে মাস্টার ব্লাস্টার জানিয়েছেন, নীতিগত কারণে ডি-লিট সম্মান গ্রহণ পারবেন না তিনি। বস্তুত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শচীন তেণ্ডুলকর। তাঁর পরিবর্তে বক্সার মেরি কমকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
[ভক্তের সঙ্গে দুর্ব্যবহার, নেটদুনিয়ায় কটাক্ষের শিকার বিরুষ্কা]
মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরকে সাম্মানিক ডি-লিট দিতে চেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্ত হয়েছিল, ২৪ ডিসেম্বর সমাবর্তন অনষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। কিন্তু, শচীন রাজি নন! সূত্রের খবর, প্রস্তাব পাওয়ার পর যাদবপুর কর্তৃপক্ষকে সচিন জানিয়েছেন, তিনি নীতিগতভাবে এই পুরস্কার নেবেন না। এরআগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ক্রিকেটের ঈশ্বর। আগেই আলোচনা হয়েছিল অলিম্পিকে পদকজয়ী বক্সার মেরি কমকে ডি-লিট গ্রহণের অনুরোধ করা হবে। এদিন সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ে। রাজ্যসভার সাংসদ মেরি কম বিশ্ববন্দিত ক্রীড়াব্যক্তিত্ব। আন্তর্জাতিক বক্সিংয়ে তিনি আলোচিত নাম। জেদ এবং অধ্যবসায়কে সম্বল করে তাঁর জীবনচর্যা এতটাই আকর্ষণীয় যে, তা নিয়ে সিনেমা তৈরি করেছে বলিউড। মেরি কমকে অর্জুন, পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ দিয়েছে ভারত সরকার। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সাম্মানিক ডি-লিট গ্রহণের বিষয়ে মেরি কম এখনও চূড়ান্ত সম্মতি দেননি। বিশ্ববিদ্যালয়ের তরফে এদিন আরও কয়েকজনকে সাম্মানিক ডক্টরেট দেওয়া নিয়ে আলোচনা হয়েছে। তালিকায় আছেন বন্ধন ব্যাংকের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ, বিজ্ঞানী কৌশিক বসু, বিজ্ঞানী প্রবীর চট্টোপাধ্যায়, এবং উদ্যোগপতি ম্যমন চ্যান্ডি।
[ দু’পক্ষ একসঙ্গে কাজ করুক, মোহনবাগান নির্বাচন ইস্যুতে মন্তব্য শিক্ষামন্ত্রীর]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.