Advertisement
Advertisement
Shane Warne Sachin Tendulkar

‘বন্ধু তোমাকে মিস করি’, ওয়ার্নের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট শচীনের

গিলক্রিস্টও একসময়ের সতীর্থকে শ্রদ্ধা জানিয়েছেন।

Sachin Tendulkar pens touching message for Shane Warne । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:March 4, 2023 3:36 pm
  • Updated:March 4, 2023 3:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বছর হয়ে গেল শেন ওয়ার্ন (Shane Warne) নেই। সবুজ মাঠে তাঁর রূপকথা কি কেউ ভুলতে পেরেছেন? অস্ট্রেলিয়ার লেগ স্পিন জাদুকরকে ভোলা সম্ভবই নয়। তিনি এখনও রয়ে গিয়েছেন সবার স্মৃতিতে। সবার হৃদয়ে। গত বছর আজকের দিনে ক্রিকেটবিশ্বকে নাড়িয়ে দিয়ে ওয়ার্ন প্রয়াত হন। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। অভিশপ্ত দিনে আবেগঘন পোস্ট করেছেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)।

টুইট করে ‘মাস্টার ব্লাস্টার’ লিখেছেন, ”মাঠে আমরা বেশ কয়েকটি স্মরণীয় ম্যাচ খেলেছি। একইভাবে স্মরণীয় বেশ কিছু মুহূর্তও কাটিয়েছি। একজন মহান ক্রিকেটার হিসেবেই যে তোমার অভাব আমি অনুভব করছি তা নয়, একজন ভাল বন্ধু হিসেবে আমি তোমাকে সবসময়ে মিস করি। আমি নিশ্চিত ওয়ার্নি, তোমার রসবোধ, ক্যারিশমা দিয়ে স্বর্গকে আরও বেশি আকর্ষণীয় করে গড়ে তুলবে তুমি।” 

Advertisement

 

 

[আরও পড়ুন: ‘ওকে এবার ভুলে যাও’, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বুমরাহর বিকল্প বেছে নিলেন মদনলাল]

 

ওয়ার্ন যখন খেলতেন সেই সময়ে স্টাম্প মাইক্রোফোন রীতিমতো প্রচলিত ক্রিকেটে। উইকেটের পিছন থেকে  বোলারকে কী বলছেন উইকেটকিপার, ফিল্ডারদের উদ্দেশে কী বলা হচ্ছে, তা পরিষ্কার শোনা যেত স্টাম্প মাইক্রোফোনের মাধ্যমে। বল হাতে ওয়ার্ন এগিয়ে আসছেন আর পিছন থেকে উইকেট কিপার নাগাড়ে বলে  চলেছেন, ”কাম অন শেন।” ইয়ান হিলি থেকে অ্যাডাম গিলক্রিস্ট একই ভাবে, একই সুরে বলে গিয়েছেন, ”ওয়েল বোল্ড ওয়ার্নি, কাম অন শেন।” ওয়ার্নের প্রিয় গিলি ছবি পোস্ট করেছেন ওয়ার্নের সঙ্গে আরেক কিংবদন্তির। তিনি রডনি মার্শ। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন দু’ জন। গিলক্রিস্ট এই দুই কিংবদন্তির ছবি পোস্ট করে লিখেছেন, ”যে আমাকে স্বপ্নের পিছনে ধাওয়া করা শিখিয়েছিল এবং যাকে দলে পাওয়া ছিল স্বপ্ন…তোমরা দু’জনেই চিরশান্তিতে শায়িত থাকো।” 

 

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন টুইট করে শ্রদ্ধা নিবেদন করেছেন ওয়ার্নকে। লিখেছেন, ”আরআইপি কিং।”  টেস্ট ক্রিকেটে ৭০৮টি উইকেটের মালিক তিনি। ওয়ানডে-তে তাঁর ঝুলিতে ২৯৩টি উইকেট। ১৯৯৩ সালের অ্যাশেজে মাইক গ্যাটিংকে স্বপ্নের ডেলিভারিতে ফিরিয়েছিলেন তিনি। পরবর্তীকালে সেই ডেলিভারি পরিচিত হয়েছিল ‘বল অফ দ্য সেঞ্চুরি’ হিসেবে। একদিন যাঁর ঘূর্ণি বহু বিখ্যাত ব্যাটারকে বিভ্রান্ত করে দিয়ে উইকেট ভেঙে দিয়েছিল, সেই তিনিই হেরে গেলেন মৃত্যুর কাছে। দেশ থেকে বহুদূরে থাইল্যান্ডে নিভে যায় ওয়ার্নের জীবনদীপ।  

[আরও পড়ুন: ‘ওর এক পা চণ্ডীগড়ে, আরেক পা হরিয়ানায়’, অজি ব্যাটার ট্রেভিস হেডকে স্লেজিং ভারতীয় তারকার]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement