সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় তাঁদের ব্যাট ও বলের দ্বৈরথের দিকে তাকিয়ে থাকতেন সবাই। ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটযুদ্ধে শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar) ও শেন ওয়ার্নের (Shane Warne) লড়াই ছিল সব থেকে বড় বক্স অফিস। দু’ জনের দ্বৈরথ নিয়ে কত কালি খরচ হয়েছে সংবাদপত্রে তার ইয়ত্তা নেই। শারজা হোক বা বিশ্বের অন্য কোনও প্রান্তে, শচীন যত্রতত্র ছুঁড়ে ফেলেছেন ওয়ার্নকে, এমন দৃশ্য এখনও চোখে ভাসে ক্রিকেটপাগলদের। যাঁর সঙ্গে এই দুর্দান্ত দ্বৈরথ, সেই ওয়ার্ন চলে গেলেন সবাইকে অবাক করে দিয়ে। সবুজ মাঠের সব চেয়ে বড় প্রতিপক্ষ শচীনও এই আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারেননি।
মাঠের ভিতরে প্রবল রেষারেষি থাকলেও মাঠের বাইরে একে অপরের ছিলেন দারুণ বন্ধু। একে অপরের প্রতি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল। টুইটে শোকপ্রকাশ করে শচীন লেখেন, ”আমি হতবাক, স্তব্ধ, অত্যন্ত ব্যথিত। তোমার অভাব অনুভব করব ওয়ার্নি। মাঠে বা মাঠের বাইরে, তুমি থাকলে কোনও মুহূর্তই আর সাধারণ থাকত না। হয়ে উঠত অসামান্য। মাঠে তোমার সঙ্গে লড়াই এবং মাঠের বাইরে আড্ডাগুলো স্মৃতিতে থেকে যাবে চিরকাল। তোমার কাছে ভারত এক বিশেষ জায়গা ছিল। ভারতীয়দের কাছেও তোমার জন্য বিশেষ জায়গা ছিল। বড় তাড়াতাড়ি চলে গেলে!” বন্ধুর প্রতি এই টুইটেই বোঝা যাচ্ছে মাস্টার মানসিক দিক থেকে রক্তাক্ত।
Shocked, stunned & miserable…
Will miss you Warnie. There was never a dull moment with you around, on or off the field. Will always treasure our on field duels & off field banter. You always had a special place for India & Indians had a special place for you.
Gone too young! pic.twitter.com/219zIomwjB
— Sachin Tendulkar (@sachin_rt) March 4, 2022
শেন ওয়ার্নের খবরে স্তব্ধ হয়ে গিয়েছেন কেভিন পিটারসেন।পিটারসেন টুইট করেছেন, ‘রাজা, শান্তিতে বিশ্রাম নাও।’ বল হাতে ওয়ার্ন তো সত্যিই ছিলেন রাজা। কে ভুলতে পারে ১৯৯৯ বিশ্বকাপ ফাইনালে ওয়ার্নের বোলিং। ৩৩ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছিলেন। তাঁর বোলিং দাপটে পাকিস্তান শেষ হয়ে গিয়েছিল মাত্র ১৩২ রানে। মাত্র ৩৯ ওভার ব্যাট করতে পেরেছিল পাকিস্তান। সেই চ্যাম্পিয়ন লেগ স্পিনার ওয়ার্ন যে আর নেই তা বিশ্বাসই করতে পারছেন না আরেক কিংবদন্তি। তিনি ভিভ রিচার্ডস। ক্যারিবিয়ান কিংবদন্তি টুইট করেছেন, ”অবিশ্বাস্য। একেবারে স্তব্ধ হয়ে গিয়েছি। এটা সত্যি হতে পারে না…শান্তিতে থাক ওয়ার্ন। আমার অনুভূতি বলে বোঝাতে পারব না। তোমার প্রয়াণ ক্রিকেটের জন্য বড় এক ক্ষতি।”
Unbelievable. I am shocked to the core. This can’t be true…
Rest In Peace, @ShaneWarne. There are no words to describe what I feel right now. A huge loss for cricket. pic.twitter.com/uZdEdNz0x9
— Sir Vivian Richards (@ivivianrichards) March 4, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.