ডবল সেঞ্চুরির পর এভাবেই সেলিব্রেশন করেছিলেন শচীন তেণ্ডুলকর। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (South Africa)। ভেন্যু গোয়ালিয়রের রুপ সিং স্টেডিয়াম। প্রোটিয়াদের বিরুদ্ধে সেই সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ঘটেছিল ঐতিহাসিক ঘটনা। পুরুষদের একদিনের ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডবল সেঞ্চুরি করেছিলেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। দেখতে দেখতে সেই ঐতিহাসিক ঘটনা ১৪ বছরে পা দিল। সেই ম্যাচে ১৪৭ বলে ২০০ রানে অপরাজিত ছিলেন ‘গড অফ ক্রিকেট’। ১৩৬.০৫ স্ট্রাইক রেট বজায় রেখে ২৫টি চার ও ৩টি ছক্কা মেরেছিলেন শচীন। তাঁর মহাকাব্যিক ইনিংসের সৌজন্যে ১৫৩ রানে জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)।
মাস্টার ব্লাস্টার সেই কীর্তি গড়ার সময় মাইক হাতে ছিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। শচীন ডবল সেঞ্চুরি সেরে ফেলতেই তিনি বলে ওঠেন, “এই গ্রহের প্রথম মানুষ যিনি একদিনের ক্রিকেটে প্রথম ডবল সেঞ্চুরি করলেন। এবং এই কীর্তি গড়লেন ভারতের সুপারম্যান। তিনি এক ও অদ্বিতীয় শচীন তেণ্ডুলকর। আপনাকে কুর্নিশ জানাই মাস্টার।” সেই ঘটনার ১৪ বছরের পূর্তি উপলক্ষে বিসিসিআই (BCCI) নিজেদের X হ্যান্ডেলে সেই ইনিংসের ভিডিও পোস্ট করেছে।
🗓️ #OnThisDay in 2010
The legendary @sachin_rt created history by becoming the first batter to score an ODI Double Hundred in Mens Cricket 👏👏#TeamIndia pic.twitter.com/NCcnQkhkcj
— BCCI (@BCCI) February 24, 2024
সেই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ ব্যক্তিগত ৯ রানে ফিরে গিয়েছিলেন। তবে দলকে বেগ পেতে হয়নি। দ্বিতীয় উইকেটে দীনেশ কার্তিকের সঙ্গে ১৯৪ রান যোগ করেন শচীন। কার্তিক ৭৯ রানে আউট হলেও, মাস্টার ব্লাস্টারকে বিপক্ষের বোলাররা আটকে রাখতে পারেনি। তাঁর সঙ্গে মারমুখী মেজাজে ছিলেন ইউসুফ পাঠান। তিনি ২৩ বলে ৩৬ রানে ফিরে যান। ফলে ৩০০ রানে ৩ উইকেট ভারত।
ব্যস সেখানেই শেষ। চতুর্থ উইকেটে শচীনের সঙ্গে জুটি গড়েন ধোনি। চোখের নিমেষে চতুর্থ উইকেটে ১০১ রান যোগ করেন দুজন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ৪০১ রান তুলে নেয় ভারত। ধোনি মাত্র ৩৫ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন। ১৯৪.২৮ স্ট্রাইক রেট বজায় রেখে মেরেছিলেন ৭টি চার ও ৪টি ছক্কা।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৪৮ রানে অলআউট হয়ে যায় জ্যাক কালিসের দক্ষিণ আফ্রিকা। এবি ডিভিলিয়ার্স ১১৪ রানে অপরাজিত থাকলেও, দলের হার বাঁচাতে পারেননি। ৪৯ রানে ৩ উইকেট নিয়েছিলেন শ্রীসন্থ। আশিস নেহরা, ইউসুফ ও রবীন্দ্র জাদেজার ঝুলিতে এসেছিল ২টি করে উইকেট। স্বভাবতই ডবল সেঞ্চুরি করার জন্য ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন শচীন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.