Advertisement
Advertisement

Breaking News

Sachin Arjun Tendulkar

আইপিএলে প্রথম উইকেট অর্জুনের, ছেলের সাফল্যে বিশেষ বার্তা শচীনের

টানা তিন ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স।

Sachin pens special note after son Arjun Tendulkar gets first IPL wicket | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 19, 2023 3:59 pm
  • Updated:April 19, 2023 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) স্কোয়্যাডে থাকার পর অবশেষে আইপিএলে (IPL) খেলার সুযোগ পেয়েছেন। জীবনের দ্বিতীয় আইপিএল ম্যাচেই উইকেট তুলে নিয়েছেন অর্জুন তেণ্ডুলকর (Arjun Tendulkar)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বেশ কঠিন পরিস্থিতিতে বল করতে এসে দলকে ম্যাচ জেতান। টুর্নামেন্টের মঞ্চে পুত্রের এহেন পারফরম্যান্সে উচ্ছ্বসিত শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। ছেলেকে নিয়ে বিশেষ টুইট করেছেন মাস্টার ব্লাস্টার।

মঙ্গলবার হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই। শেষ ওভারে জয়ের জন্য ২০ রান দরকার অরেঞ্জ আর্মির। সেই সময়ে অনভিজ্ঞ অর্জুনের হাতেই বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর প্রতি অধিনায়কের ভরসার মর্যাদা রাখেন অর্জুন। শেষ ওভারে মাত্র পাঁচ রান দিয়ে তুলে নেন ভুবনেশ্বর কুমারের উইকেট। ১৪ রানে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

[আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার ম্যারাথনে সম্বলপুরী শাড়ি পরে দৌড়! চমকে দিলেন ওড়িশার তরুণী, ভাইরাল ভিডিও]

প্রথমবার আইপিএলে উইকেট পেয়েছেন অর্জুন তেণ্ডুলকর। ছেলের সাফল্যে উচ্ছ্বসিত শচীন টুইট করে বলেন, “দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স করেছে মুম্বই। ব্যাটে-বলে অসাধারণ ক্যামেরন গ্রিন। সময়ের সঙ্গে আরও ভাল ব্যাটিং করছে ঈশান ও তিলক। প্রতিদিন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে আইপিএল। এগিয়ে চলো ছেলেরা।”

এই টুইটের শেষেই ছেলের জন্য ছোট্ট বার্তা মাস্টার ব্লাস্টারের। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১টি উইকেট পেলেও আইপিএলের বল হাতে সাফল্য পাননি শচীন। তাই ছেলের সাফল্য দেখে তাঁর মত, “অবশেষে কোনও তেন্ডুলকর আইপিএলে উইকেট পেল।” টানা তিন ম্যাচ জিতে টুর্নামেন্টে বেশ ভাল জায়গায় রয়েছে শচীন-অর্জুনের দল মুম্বই।

[আরও পড়ুন: প্রেম প্রস্তাব! ‘বিরাট কাকু, ভামিকাকে ডেটে নিয়ে যেতে পারি?’, পোস্টার হাতে আরজি খুদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement