Advertisement
Advertisement
SA vs IND

অভিষেকেই হাত ঘুরিয়ে সফল রিঙ্কু, তবু মারকাটারি জর্জিতে শেষ ভারত

কে এল রাহুলের আক্ষেপ, টসে জিতলে হয়তো খেলার ফল অন্যরকম হতে পারত।

SA vs IND 2nd ODI: Rinku Singh picks up maiden international wicket | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 20, 2023 9:29 am
  • Updated:December 20, 2023 9:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে হারের পর সিরিজে সমতায় ফেরাই লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকার। আর সেই লক্ষ্যপূরণে বড় ভূমিকা পালন করলেন টনি জর্জি। দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতালেন তিনি। ম্যাচ শেষে অধিনায়ক কে এল রাহুলের আক্ষেপ, টসে জিতলে হয়তো খেলার ফল অন্যরকম হতে পারত।

মঙ্গলবার টস জিতে ভারতকে (Team India) প্রথমে ব্যাট করতে পাঠান এডেন মার্করাম। গত ম্যাচের পর এই ম্যাচেও ব্যর্থ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। তবে আবারও নজর কাড়লেন সাই সুদর্শন। রাহুল বলছিলেন, আরও কিছু রান স্কোরবোর্ডে যোগ করা গেলে লড়াই করতে সুবিধা হত। সেভাবেই সুদর্শন (৬২) ও তিনি (৫৬) খেলছিলেন। এই পিচে ২৪০ রান মতো করা গেলেই বিপক্ষের কাছে তা কঠিন হত। কিন্তু বাকি ব্যাটাররা সেভাবে ক্রিজে টিকতে পারেননি। প্রোটিয়া বোলারদের দাপটে ২১১ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। আর মাত্র ২ উইকেট খুইয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

Advertisement

[আরও পড়ুন: নিলাম টেবলে বাকিদের টেক্কা দিতে পারলেন ‘মেন্টর’ গম্ভীর? কেমন দল গড়ল কেকেআর?]

১২২ বলে অপরাজিত ১১৯ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তরুণ জর্জি। তাঁর সুন্দর ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ছটি ওভার বাউন্ডারি দিয়ে। ৫২ রান করেন আরেক ওপেনার রিজা হেনড্রিক্স। আর তাতে সহজেই সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। এদিন অবশ্য ব্যাট হাতে ১৭ রানে আউট হলেও একটি উইকেট তুলে নেন রিঙ্কু সিং।

মঙ্গলবারই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটল রিঙ্কুর। আর সূচনাতেই ভ্যান ডার ডুসেনের উইকেটটি তুলে নিলেন তিনি। ১ ওভার বল করে ২ রান দিয়ে এক উইকেট নেন তিনি। যদিও ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। পরের ম্যাচ জিতে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও পকেটে পুরতে মরিয়া ভারত।

[আরও পড়ুন: সাতসকালে বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, নজরে হাসপাতাল-কারখানা-গুদামও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement