Advertisement
Advertisement
এস শ্রীসন্থ

নির্বাসন কাটিয়ে ক্রিকেট মাঠে ফিরছেন শ্রীসন্থ! দেখা যেতে পারে রনজি ট্রফিতে

শ্রীসন্থের সুযোগ পাওয়াটা নির্ভর করবে ফিটনেসের উপর।

S Sreesanth will be considered for Ranji Trophy
Published by: Subhajit Mandal
  • Posted:June 18, 2020 4:59 pm
  • Updated:June 18, 2020 11:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ভাগ্যদেবী সহায় হলেন এস শ্রীসস্থের (S. Sreesanth) প্রতি। কলঙ্কের দাগ মুছে শীঘ্রই বাইশ গজে ফিরতে চলেছেন ভারতীয় ক্রিকেটার। সব ঠিক থাকলে আগামী বছর রনজি ট্রফিতেই দেখা যাবে ২০০৭ টি-২০ বিশ্বকাপের নায়ককে। কেরল ক্রিকেট সংস্থার (Kerala Cricket Association ) স্পষ্ট ইঙ্গিত, নিজের ফিটনেস প্রমাণ করতে পারলেই আগামী বছর শ্রীসন্থকে রনজি ট্রফিতে সুযোগ দিতে প্রস্তুত তাঁরা।

Sreesanth

Advertisement

২০১৩ সালের আইপিএলে (IPL) ম্যাচ গড়াপেটায় নাম জড়িয়েছিল শ্রীসস্থ-সহ তিন ক্রিকেটারের। তারপর দীর্ঘ টানাপোড়েনের পর আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করেছিলেন ২০১১ বিশ্বজয়ী দলের সদস্য শ্রীসস্থ। কিন্তু বিসিসিআই তাঁকে খেলার অনুমতি দেয়নি। ফলে এতকাল বাইশ গজের বাইরেই থাকতে হয়েছে পেসারকে। পরে অবশ্য শ্রীসন্থের আজীবন নির্বাসনের শাস্তি কমিয়ে সাত বছর করে বোর্ড। যা কিনা আগামী সেপ্টেম্বরেই শেষ হচ্ছে। রনজি ট্রফিতে কেরল ক্রিকেট দলের কোচ টিনু ইয়োহানন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী রনজি ট্রফিতে ৩৭ বছর বয়সি তারকাকে সুযোগ দিতে চান তিনি।

[আরও পড়ুন: লাদাখে শহিদ ভারতীয় সেনাদের নিয়ে বিতর্কিত টুইট, নির্বাসিত সিএসকে দলের এই সদস্য]

ইয়োহানন জানিয়েছেন, “সেপ্টেম্বরে শ্রীসস্থের নির্বাসন শেষ হলে ওঁকে আরেকবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেরল ক্রিকেট অ্যাসসিয়েশন। তবে, দলে ওঁর সুযোগ পাওয়াটা নির্ভর করবে ফিটনেসের উপর। এখন তো ক্রিকেট বলে কোথাও কিছু হচ্ছে না। তাই ওঁকে আগে মাঠে নেমে ফিটনেস টেস্ট পাস করতে হবে। তাতে উত্তীর্ণ হলেই আগামী বছর ওঁকে আমরা সুযোগ দেব।” কেরলের কোচ বলছেন, “শ্রীসন্থের আর নতুন করে প্রমাণ করার কিছু নেই। ও নিজেকে অনেক আগেই প্রমাণ করেছে। আমরা ওঁকে সবরকমভাবে সাহায্য করব। আমরা চাই ও আবার ক্রিকেট খেলুক। সাত বছর পর ও ক্রিকেট মাঠে নামবে। মানসিকভাবে আমরা ওঁর পাশে থাকব।”

[আরও পড়ুন: সেপ্টেম্বরের শেষেই শুরু হচ্ছে আইপিএল! দিনক্ষণ ঠিক করে ফেলল বিসিসিআই]

উল্লেখ্য, নির্বাসনের আগে শ্রীসস্থ ভারতের হয়ে ২৭টি টেস্ট, ৫৩টি ওয়ানডে এবং ১০টি টি-২০ খেলেছেন। টেস্টে তিনি ৮৭টি উইকেট সংগ্রহ করেছেন, ওয়ানডেতে তাঁর উইকেট সংখ্যা ৭৫ এবং টি-টোয়েন্টিতে ৭টি উইকেট পেয়েছেন। একটা সময় দেশের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন শ্রীসস্থ। তবে ৩৭ বছর বয়সে তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement