Advertisement
Advertisement
Ind vs Pak

‘পাকিস্তান সন্ত্রাস না থামালে কোনও দ্বিপাক্ষিক সিরিজ নয়’, স্পষ্ট বার্তা জয়শংকরের

যে ক্ষতি করে, তাঁকে বাড়িতে নিমন্ত্রণ করা যায় না, মত কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর।

S Jaishankar rules out Ind vs Pak bilateral cricket series unit they stop terrorism

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:May 17, 2024 6:20 pm
  • Updated:May 17, 2024 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সময় অনুযায়ী ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। ৯ জুন নিউ ইয়র্কে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, ভারত ও পাকিস্তান (Ind vs Pak)। সাধারণত আইসিসি (ICC) প্রতিযোগিতাতেই দেখা হয় দুই প্রতিবেশী দেশের। কিন্তু দ্বিপাক্ষিক কোনও প্রতিযোগিতা কি হবে তাদের মধ্যে? সেই সম্ভাবনা একপ্রকার উড়িয়েই দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)।

পাকিস্তান শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে এসেছিল ২০১২ সালে। একদিনের ম্যাচের সিরিজে জয় পেয়েছিল মিসবা-উল-হকের দল। ড্র হয়েছিল টি-টোয়েন্টি সিরিজ। যদিও মুম্বইয়ের তাজ হামলার পর থেকে ভারত প্রতিবেশী দেশে যায়নি। এমনকি পাকিস্তানে আইসিসি প্রতিযোগিতা খেলতেও নারাজ বিসিসিআই। সম্প্রতি এশিয়া কাপের ভেন্যুবদল করতে হয়েছে সেই কারণে।

Advertisement

[আরও পড়ুন: ‘৭ তারিখ হাউহাউ করে কাঁদব’, অবসর ঘোষণার পর আবেগপ্রবণ সুনীল]

কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা দেখছেন না জয়শংকর। পাকিস্তান সন্ত্রাসবাদ না থামালে সিরিজে আপত্তি জানিয়েছেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, “পাকিস্তানকে বর্ডারে সন্ত্রাসবাদ থামাতেই হবে। নাহলে দুদেশের মধ্যে কোনও সিরিজ হবে না। যে আপনার ক্ষতি করবে, তাঁকে কি আপনি বাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রণ করবেন? এখানেও একই যুক্তি প্রযোজ্য।”

[আরও পড়ুন: ব্যর্থতা সত্ত্বেও ফল নিয়ে চিন্তা নেই, নেতৃত্বের বিষয়ে সাফাই হার্দিকের]

সেই সঙ্গে তাঁর সংযোজন, “নরেন্দ্র মোদির জমানায় জম্মু-কাশ্মীরে সন্ত্রাসের ঘটনা অনেক কমেছে। কিন্তু এখনও সেখানে বন্দুকের আওয়াজ থামেনি। ভারতের বড় অংশের ক্রিকেটভক্তই পাকিস্তানের সঙ্গে সিরিজের পক্ষে নেই। একইভাবে আইপিএলেও তারা পাকিস্তানি ক্রিকেটারদের দেখবে চাইবে না।” গত বছরের বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রীতিমতো পর্যুদস্ত করে রোহিত শর্মার দল। অন্যদিকে ২০১৫-র পর কোনও পাকিস্তানি ক্রিকেটারকে আইপিএলে খেলতে দেখা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement